পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

হাইকোর্টে 17 জুন থেকে ফিজ়িকাল কোর্ট, থাকছে ভার্চুয়াল কোর্টের সুবিধাও - হাইকোর্ট

কলকাতা হাইকোর্টে ফিজ়িকাল কোর্ট শুরু হচ্ছে 17 জুন থেকে । রেজিস্ট্রার জেনেরাল রাই চট্টোপাধ্যায় নতুন বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন ।

Physical court in kolkata highcourt
কলকাতা হাইকোর্টে ফিজিক্যাল কোর্ট

By

Published : Jun 13, 2020, 10:48 PM IST

কলকাতা, 13 জুন : পুরানো বিজ্ঞপ্তির সামান্য সংশোধন করে 17 জুন থেকে পুনরায় কলকাতা হাইকোর্টে শুরু হচ্ছে ফিজ়িকাল কোর্ট । হাইকোর্টের রেজিস্ট্রার জেনেরাল রাই চট্টোপাধ্যায় আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, “সব পক্ষের সমস্যার কথা বিচার করে 5 জুনের দেওয়া বিজ্ঞপ্তির সামান্য সংশোধন করে 17 জুন থেকে ফিজ়িকাল কোর্ট চালু করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি । বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফিজ়িকাল কোর্ট এবং ভার্চুয়াল কোর্ট দু'রকম সুবিধা আইনজীবীরা নিতে পারবেন ।” অর্থাৎ আদালতকক্ষে দুই পক্ষের উপস্থিতিতে যেমন শুনানির সুবিধা থাকছে । পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে যদি দেখা যায় কোনও পক্ষ হাজির রয়েছেন আদালতকক্ষে ,অন্যপক্ষ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে সেই মামলায় অংশগ্রহণ করতে পারবেন ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইনজীবীদের তিনটি সংগঠন এবং প্রধান বিচারপতি ও বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের গতকালের বৈঠকের পরিপ্রেক্ষিতে আজ এই বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে । আইনজীবীরা গতকাল বিচারপতিদের জানান, বাস এবং ট্রেন পরিষেবা স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফিজ়িকাল কোর্টে হাজির হওয়া তাঁদের পক্ষে সম্ভব নয় । সেইজন্য ফিজ়িকাল এবং ভার্চুয়াল দুটোর সুবিধা রাখা হচ্ছে । আপাতত তিনটি ডিভিশন বেঞ্চ ও দু'টি সিঙ্গল বেঞ্চে খুব গুরুত্বপূর্ণ মামলাগুলির শুনানি চলবে এই নিয়মে । রাজ্য সরকারের দেওয়া সামাজিক দূরত্বের নিয়ম পালন করে আইনজীবীরা আদালত কক্ষের শুনানিতে অংশগ্রহণ করতে পারবেন । আইনজীবীদের ক্লার্ক ও অন্য কর্মচারীরা আদালত কক্ষে প্রবেশ করতে পারবেন না । পাশাপাশি মামলা না থাকলে কোনও ব্যক্তি আদালত চত্বরে যেতে পারবেন না । যদি কারও মামলা থাকে মামলার কাজ শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গে আদালত চত্বর ছাড়তে হবে তাঁকে । আপাতত হাইকোর্টের ক্যান্টিন পরিষেবা বন্ধ থাকবে । শুধুমাত্র হাইকোর্টের মূল বিল্ডিংয়ে আদালতের কাজকর্ম চলবে । সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশমতো আপাতত আইনজীবীদেরকে গাউন পরতে হবে না । কয়েক দিন পর পর এই পরিস্থিতি খতিয়ে দেখা হবে এবং প্রধান বিচারপতি যদি মনে করেন সামাজিক দূরত্ব বিধি ও স্বাস্থ্যবিধি পালন করার ক্ষেত্রে কোথাও খামতি থেকে যাচ্ছে । তাহলে তিনি অবিলম্বে আদালতের কাজকর্ম বন্ধ করে দিতে পারেন ।

এদিকে হাইকোর্টের এই বিজ্ঞপ্তির পরে বার অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, আগামীকাল বেলা দু'টো থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে আইনজীবীদের বৈঠক ডাকা হয়েছে । আইনজীবীরা হাইকোর্টের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী 17 জুন থেকে ফিজ়িকাল কোর্টে অংশগ্রহণ করবেন কি না সেই নিয়ে এই বৈঠক হবে । কারণ এর আগে 8 জুন দু'দিন ধরে বৈঠক করার পর বার অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়, তারা কোনও ফিজ়িকাল কোর্টে আপাতত অংশগ্রহণ করবে না । সেই মতো 11 জুনের ফিজ়িকাল কোর্টে অংশগ্রহণ করেননি আইনজীবীরা । আগামীকাল বার অ্যাসোসিয়েশন যে বৈঠক ডেকেছে তাতে অন্তত হাজার খানেক আইনজীবী অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অশোককুমার ধানধনিয়া ।

এর আগে 5 জুন হাইকোর্টের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, 11 জুন থেকে ফিজ়িকাল কোর্ট শুরু হবে কলকাতা হাইকোর্টে । আদালত কক্ষে দুই পক্ষের উপস্থিতিতে 11 ,15, 17 ও 19 জুন পরীক্ষামূলকভাবে ফিজ়িকাল কোর্টের কাজকর্ম চালিয়ে দেখা হবে । যদি প্রধান বিচারপতি মনে করেন সামাজিক দূরত্ব বিধি পালন করে আদালতের কাজ করা সম্ভব, তাহলে তিনি পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন । কিন্তু তারপর 8 জুন আইনজীবীদের সংগঠন বৈঠক করে জানায় কোনও আইনজীবী উক্ত দিনগুলিতে ফিজ়িকাল কোর্টে অংশগ্রহণ করবে না । আপাতত ফিজ়িকাল কোর্ট চলুক সেটা চাইছেন না আইনজীবীরা । 11 জুনের ফিজ়িকাল কোর্টে আইনজীবীরা অংশগ্রহণ না করায় প্রধান বিচারপতি তড়িঘড়ি আইনজীবী সংগঠনের সঙ্গে গতকাল এক বৈঠক করেন । তারপর আজ এই নতুন নির্দেশিকা প্রকাশ করল কলকাতা হাইকোর্ট ।

ABOUT THE AUTHOR

...view details