কলকাতা, 18 মে: ভালো নেই জয় গোস্বামী ৷ কবির শারীরিক অবস্থা উদ্বেগজনক বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে । আপাতত অক্সিজেনের মাত্রা বাড়ানো হয়েছে । এনআরবিএম-এ রাখা হয়েছে করোনা আক্রান্ত জয়কে ।
ভালো নেই জয় গোস্বামী, বাড়ানো হল অক্সিজেনের মাত্রা - বাড়ানো হল অক্সিজেনের মাত্রা
রবিবার রাতে অসুস্থ বোধ করায় জয় গোস্বামীকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয় । সেই সময় তাঁর জ্বর ছিল ৷ বমিও হয় ৷
রবিবার রাতে অসুস্থ বোধ করায় জয় গোস্বামীকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয় । সেই সময় তাঁর জ্বর ছিল ৷ বমিও হয় ৷ শুরুতে সাধারণ বিভাগে ভর্তি করা হলেও পরে করোনা পরীক্ষা হলে দেখা যায় তিনি করোনা আক্রান্ত ৷ এরপরই তাঁকে হাসপাতালের করোনা বিভাগে ভর্তি করা হয় ৷ সোমবারই জানা গিয়েছিল, কবিকে সিসিইউতে রাখা হয়েছে । মঙ্গলবার হাসপাতাল সূত্রে খবর, এনআরবিএম-এ রাখা হয়েছে জয় গোস্বামীকে । 12 লিটার অক্সিজেন লাগছে তাঁর । পালস রেট 112 ।
জয় গোস্বামীর সঙ্গে সঙ্গে তাঁর স্ত্রীও অসুস্থ হন । তবে কবির স্ত্রী কাবেরী গোস্বামীর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে ।