কলকাতা,19 অগস্ট: নাগরিক জীবনের সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে রয়েছে ভারতীয় রেল । ভারতীয় রেল ব্যবস্থাকে তাই জনজীবনের লাইফ লাইন বলা হয়। প্রসঙ্গত পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের রেলের স্টেশনগুলির সঙ্গে স্বাধীনতা সংগ্রামী এবং দেশের স্বাধীনতার নিবিড় সম্পর্ক রয়েছে।
স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষ্যে বিশেষ প্রদর্শনী পূর্ব রেলের স্বাধীনতার 76তম বর্ষ উদযাপন সামিল পূর্ব রেল ৷ ‘আজাদি কা অমৃত মহোৎসবে’ র অঙ্গ হিসেবে হাওড়া স্টেশন চত্বরে পূর্ব রেলের 150 বছরের ঐতহ্য এবং দেশ ভাগের কিছু ছবি নিয়ে হল হেরিটেজ প্রদর্শনী (Eastern Railway Organized a Photography Exhibition at Howrah ) ।
150 বছরের ইতিহ্য ও দেশ ভাগের ছবি নিয়ে হেরিটেজ প্রদর্শনী স্বাধীনতার 76 তম বর্ষে পদার্পণ করল ভারত। তাই কেন্দ্র সরকারের ‘আজাদি কা অমৃত মহোৎসবে’র অঙ্গ হিসেবে গত 13আগস্ট শুরু হয়েছে হেরিটেজ প্রদর্শনী ।
150 বছর আগের পূর্ব রেলের সেই ছবি পূর্ব রেলের 150 বছরের ঐতিহ্য ও বর্ণময় ইতিহাসকে নাগরিকদের সামনে তুলে ধরতেই শ'খানেক ছবির মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে স্বাধীনতার বিভিন্ন চিত্র । 1851 থেকে শুরু করে এখনও পর্যন্ত তাৎপর্যপূর্ণ একাধিক ছবি দিয়ে সাজানো হয়েছে প্রদর্শনীটি ।
সুদীর্ঘ দেড় শতাব্দীর ঐতিহ্য বহন করছে পূর্ব রেল আরও পড়ুন: সচেতনতার বার্তা দিতে পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারের পথে পূর্ব রেল
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, "15 আগস্ট ভারতবাসীর গর্বের দিন ৷ অন্যদিকে এই স্বাধীনতার জন্য প্রাণ বলিদান দিয়েছেন বিপ্লবীরা ৷ স্বাধীনতা সংগ্রামীদের নিঃস্বার্থ বলিদানের কথা থেকে শুরু করে ধর্মের ভিত্তিতে দেশভাগের বেদনাদায়ক স্মৃতি তুলে ধরা হয়েছে এই রেলের এই চিত্র প্রর্শনীতে । "