কলকাতা, 2 অক্টোবর : পুজোর আগেই বাণিজ্যিকভাবে খুলে যাচ্ছে ফুলবাগান মেট্রো স্টেশন ৷ লকডাউনের মধ্যে এই মেট্রো স্টেশনের কাজ সম্পন্ন হয়েছে ৷ স্টেশনটির কমিশনার অফ রেলওয়ে সিকিউরিটি(CRS)-র তরফে ছাড়পত্রও মিলেছে ৷ আগামী 4 অক্টোবর উদ্বোধন হতে পারে বলে সূত্রের খবর ৷
পুজোর আগেই ফুলবাগান মেট্রো স্টেশন খুলে দেওয়া হবে, সাংবাদিক বৈঠকে এমন আভাস দিয়েছিলেন মেট্রোরেলের জেনেরাল ম্যানেজার মনোজ জোশি ৷ মেট্রোরেল কর্তৃপক্ষ সেই দিকেই এগোচ্ছে ৷ তিনি জানিয়েছেন, আগামী রবিবার ভার্চুয়ালি মেট্রো স্টেশনটির উদ্বোধন হতে পারে ৷ আর তার পরের দিন থেকেই বাণিজ্যিকভাবে খুলে দেওয়া হবে ৷