পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Oct 2, 2020, 1:59 PM IST

ETV Bharat / city

5 অক্টোবর বাণিজ্যিকভাবে খুলে যেতে পারে ফুলবাগান মেট্রো স্টেশন

ফুলবাগান মেট্রো স্টেশন তৈরির কাজ শেষ ৷ পুজোর আগেই বাণিজ্যিকভাবে খুলে যাচ্ছে ৷ সাংবাদিক বৈঠকে জানালেন মেট্রোরেলের জেনারাল ম্যানেজার মনোজ জোশি ৷

phoolbagan-station-likely-to-be-inaugurated-on-4-october
ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের ফুলবাগান স্টেশন

কলকাতা, 2 অক্টোবর : পুজোর আগেই বাণিজ্যিকভাবে খুলে যাচ্ছে ফুলবাগান মেট্রো স্টেশন ৷ লকডাউনের মধ্যে এই মেট্রো স্টেশনের কাজ সম্পন্ন হয়েছে ৷ স্টেশনটির কমিশনার অফ রেলওয়ে সিকিউরিটি(CRS)-র তরফে ছাড়পত্রও মিলেছে ৷ আগামী 4 অক্টোবর উদ্বোধন হতে পারে বলে সূত্রের খবর ৷

পুজোর আগেই ফুলবাগান মেট্রো স্টেশন খুলে দেওয়া হবে, সাংবাদিক বৈঠকে এমন আভাস দিয়েছিলেন মেট্রোরেলের জেনেরাল ম্যানেজার মনোজ জোশি ৷ মেট্রোরেল কর্তৃপক্ষ সেই দিকেই এগোচ্ছে ৷ তিনি জানিয়েছেন, আগামী রবিবার ভার্চুয়ালি মেট্রো স্টেশনটির উদ্বোধন হতে পারে ৷ আর তার পরের দিন থেকেই বাণিজ্যিকভাবে খুলে দেওয়া হবে ৷

ইস্ট ওয়েস্ট মেট্রো ফুলবাগান পর্যন্ত সম্প্রসারিত করার কাজ চলেছে দীর্ঘদিন ধরে ৷ পরীক্ষামূলকভাবে শিয়ালদহ ক্রসওভার পর্যন্ত দিনে দু'টি করে ট্রেন দৌড় করানো হচ্ছে ৷ ইস্ট ওয়েস্ট মেট্রোর দ্বিতীয় পর্যায়ের কাজের অগ্রগতি ও অন্য বিষয়গুলি খতিয়ে দেখতে যান মনোজ জোশি ৷

13 ফেব্রুয়ারি ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের সল্টলেক সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত যাত্রী পরিষেবার উদ্বোধন করেন রেলমন্ত্রী ।

ABOUT THE AUTHOR

...view details