পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

পথচলা শুরু ইস্ট-ওয়েস্ট মেট্রোর - ইস্ট ওয়েস্ট মেট্রো

মেট্রোর বাকি লাইনগুলিতে কিছু সমস্যার কারণে কাজের গতি কিছুটা কমেছে বলে স্বীকার করলেন রেলমন্ত্রী । তবে রাজ্য সরকারের থেকে ঠিকমতো সহযোগিতা পেলে দ্রুত বাকি কাজও শেষ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি ।

East West Metro
পিয়ুষ গোয়েল

By

Published : Feb 13, 2020, 9:01 PM IST

Updated : Feb 13, 2020, 11:09 PM IST

কলকাতা, 13 ফেব্রুয়ারি : চালু হল ইস্ট-ওয়েস্ট মেট্রো । সবুজ পতাকা নেড়ে আনুষ্ঠানিকভাবে বহু প্রতীক্ষিত ইস্ট ওয়েস্ট মেট্রোর উদ্বোধন করলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল । মেট্রো ছুটল সল্টলেক সেক্টর ফাইভ থেকে যুবভারতী স্টেডিয়াম পর্যন্ত । ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধনের পর সাংবাদিক বৈঠকে নিজের অনুভূতির কথা জানালেন রেলমন্ত্রী । আশ্বাস দিলেন, ফুলবাগান মেট্রো স্টেশনের কাজও দুর্গাপুজোর আগে শেষ করে দেবেন ।

সল্টলেকের সেক্টর ফাইভে বহু মানুষ কাজ করে । ইস্ট-ওয়েস্ট মেট্রো চালু হওয়ায় সবথেকে বেশি উপকৃত হবে তাঁরাই । সাংবাদিক বৈঠক থেকে দাবি রেলমন্ত্রীর। একইসঙ্গে কলকাতার প্রশংসায়ও পঞ্চমুখ তিনি । বললেন, "কলকাতায় যতবার আসি, ততবারই ভালোলাগে ৷"

ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধনে কী বলছেন রেলমন্ত্রী

ইস্ট-ওয়েস্ট মেট্রোর প্রথম করিডোরকে স্বাধীনতা সংগ্রামী সরোজিনী নাইডুর নামে উৎসর্গ করলেন রেলমন্ত্রী । দুর্গাপুজোর আগেই ফুলবাগান মেট্রো স্টেশনের কাজও শেষ হয়ে যাবে বলে জানালেন তিনি । বললেন, "রাজ্য সরকারের থেকে ঠিকমতো সাহায্য পেলে হাওড়া পর্যন্ত সম্প্রসারণের কাজ যত দ্রুত সম্ভব শেষ করে দেওয়া হবে ।"

পাশাপাশি কলকাতা মেট্রোর বাকি চারটি লাইনের সম্প্রসারণের কাজ নিয়েও আশাবাদী রেলমন্ত্রী । বললেন, "বাকি চারটি লাইনে কিছু বাধার কারণে কাজের গতি কিছুটা কমেছে । কিছু ক্ষেত্রে রাজ্য সরকারের থেকেও আমাদের সহযোগিতা দরকার । আশা করছি, আমরা সেই সাহায্য পাব এবং কলকাতা মেট্রোকে পরিবহনের অন্যতম মাধ্যম হিসেবে তুলে ধরতে পারব ।"

কেন্দ্রীয় পরিবেশ বিষয়ক মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী বাবুল সুপ্রিয়রও প্রশংসাও করলেন রেলমন্ত্রী । বলেন, "রাজ্যে রেলের প্রকল্পগুলির দ্রুত বাস্তবায়নের জন্য একাধিকবার আমার সঙ্গে যোগাযোগ করেছে বাবুল সুপ্রিয় ৷ ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্প নিয়েও বহুবার কথা হয়েছে বাবুলের সঙ্গে ৷ এর থেকেই বোঝা যায় তিনি রাজ্যের মানুষদের কথা কতটা ভাবেন ।"

Last Updated : Feb 13, 2020, 11:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details