কলকাতা, 13 মার্চ : বিধানসভায় বর্ধিত বাজেট অধিবেশন আজ থেকে শুরু হয়েছে । প্রথামাফিক প্রথম দিন শোক প্রস্তাবের পর অধিবেশন মুলতবি হয়ে যায় । শোক প্রস্তাবের জন্য 2 মিনিট সময় নীরবতা পালনের জন্য ধার্য করা হয় । আজ নীরবতা পালনের সময় একাধিক বিধায়কের মোবাইল ফোন বেজে ওঠে অধিবেশন কক্ষে । যে কারণে অধিবেশন কক্ষেই ক্ষোভপ্রকাশ করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
অধিবেশন কক্ষে মোবাইল বেজে ওঠায় ক্ষুব্ধ বিমান - বিমান বন্দ্যোপাধ্যায়
নীরবতা পালনের সময় একাধিক বিধায়কের মোবাইল ফোন বেজে ওঠায় অধিবেশন কক্ষে ক্ষোভ প্রকাশ করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
আজ সকালে নীরবতা পালনের সময় নদিয়ার কল্যাণীর বিধায়ক রমেন বিশ্বাসের মোবাইল ফোনটি বেজে ওঠে । ক্ষুব্ধ হন অধ্যক্ষ ৷ নির্দেশে দেন বিধানসভার মার্শাল দেবব্রত মুখোপাধ্যায়কে ওই বিধায়কের মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করার । শুধু রমেনবাবু নয়, আজ নীরবতা পালনের সময় মোট পাঁচজন বিধায়কের মোবাইল বেজে ওঠে । অধ্যক্ষ অধিবেশন কক্ষেই ভর্ৎসনা করেন সংশ্লিষ্ট বিধায়কদের । এরপর থেকে বিধায়কদের মোবাইল ফোন অধিবেশন কক্ষের বাইরে রেখে ভিতরে ঢুকতে হবে, এমন চিন্তাভাবনা করা হচ্ছে ৷
এর আগেও একাধিকবার অধ্যক্ষ বিধায়কদের সতর্ক করেছেন যে কোনও ভাবেই বিধানসভার অধিবেশন কক্ষে মোবাইল ফোনে কথা বলা যাবে না ৷ ফোনটি সুইচ অফ বা সাইলেন্ট মোডে রাখতে হবে । কিন্তু বিধায়করা বারবার অধ্যক্ষের এই নির্দেশ অমান্য করায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি ৷ এখন দেখার অধ্যক্ষের নির্দেশ এবার কতটা কার্যকরী হয় ৷