পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

মমতাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানো হোক, আবেদন সুপ্রিম কোর্টে - supreme court

ভারাকি তাঁর আবেদনে অভিযোগ করেছেন, সংবিধানের তৃতীয় শিডিউল অনুসারে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার আগে কোনও ব্যক্তিকে দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব বজায় রাখার শপথ নিতে হয় । কিন্তু CAA ইশুতে রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে গণভোটের যে দাবি মমতা করেছেন, তা দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্বের পরিপন্থী ।

petition filed in Supreme Court
মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Jan 7, 2020, 5:49 AM IST

দিল্লি, 7 জানুয়ারি : মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর পদ থেকে অপসারণের জন্য সোমবার সুপ্রিম কোর্টে আবেদন দাখিল করেন এক ব্যক্তি । ভারাকি নাম ওই ব্যক্তি তাঁর আবেদনে জানিয়েছেন, নাগরিকত্ব সংশোধনী আইন, 2019 নিয়ে 'দেশবিরোধী' মন্তব্য করার জন্য মমতাকে তাঁর পদ থেকে অপসারণ করা হোক । এজন্য রাজ্যপাল জগদীপ ধনকড়কে প্রয়োজনীয় নির্দেশ দিক শীর্ষ আদালত ।

সম্প্রতি কলকাতায় এক সভায় মমতা দাবি তুলেছিলেন, CAA (নাগরিকত্ব সংশোধনী আইন) - এর পেছনে ভারতের সংখ্যাগরিষ্ঠ জনগণের আদৌ সমর্থন রয়েছে কি না, তা নিরপেক্ষভাবে যাচাই করার জন্য রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে গণভোট হোক । তাঁর সেই দাবিকে অবশ্য বিরোধী কোনও রাজনৈতিক দল সমর্থন করেনি ।

ভারাকি তাঁর আবেদনে অভিযোগ করেছেন, সংবিধানের তৃতীয় শিডিউল অনুসারে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার আগে কোনও ব্যক্তিকে দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব বজায় রাখার শপথ নিতে হয় । কিন্তু CAA ইশুতে রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে গণভোটের যে দাবি মমতা করেছেন, তা দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্বের পরিপন্থী । তাঁর ওই মন্তব্য সংবিধান বিরোধী । তাই তাঁকে মুখ্যমন্ত্রীর পদ থেকে অপসারণের জন্য পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়কে নির্দেশ দিক শীর্ষ আদালত ।

ABOUT THE AUTHOR

...view details