কলকাতা, 2 জুলাই : কোরোনার থাবা এবার পৌরনিগমের সদরদপ্তরের পার্সোনাল বিভাগেও । কলকাতা পৌর নিগমের পার্সোনাল ডিপার্টমেন্টের এক কর্মী গতকাল কোরোনা আক্রান্ত হওয়ার পর ওই দপ্তরের সমস্ত কর্মীকে আগামী পর্যন্ত অফিসে আসতে বারণ করা হয়েছে।
পৌর কর্মীদের বেতন, ছুটি ও হাজিরা দেখভাল করে পার্সোনাল ডিপার্টমেন্ট। ওই বিভাগেরই এক কর্মী সম্প্রতি কোরোনায় আক্রান্ত হন। তিনি সোমবার শেষ অফিসে এসেছিলেন, বুধবার তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি যাদবপুরের কেপিসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কলকাতা পৌর নিগমের কমিশনার বিনোদ কুমার জানান, ওই ব্যক্তি কোরোনা আক্রান্ত হয়েছেন জানার পরই বিভাগটি আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। দপ্তরটি জীবাণুমুক্ত করতে ইতিমধ্যেই স্প্রে করা হয়েছে । আপাতত হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। চলতি সপ্তাহের শেষে কর্মীদের নমুনা পরীক্ষা করা হবে। সেই রিপোর্ট না আসা অবধি দপ্তরটি বন্ধই রাখা হবে।
তিনি আরও জানান, কলকাতা পৌরনিগমের কর্মীদের যাতায়াতের জন্য বাসের ব্যবস্থা করা হয়েছে। ওই ব্যক্তিও বাসে করেই যাতায়াত করেছিলেন। ফলে বাসটিতেও জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। কর্মীদের রিপোর্ট নেগেটিভ এলে, তবেই তারা কাজে যোগদান করতে পারবেন।