কলকাতা, 10 নভেম্বর : 130 গ্রাম হেরোইনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স । ধৃতের নাম ভারত রাও (45) । মধ্যপ্রদেশের তার বাড়ি । মাদক পাচার করতে সে কলকাতায় এসেছিল বলে পুলিশ সূত্রে খবর । বাজেয়াপ্ত হেরোইনের বাজার মূল্য প্রায় 10 লাখ টাকা ।
কলকাতায় 130 গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার মধ্যপ্রদেশের বাসিন্দা - হেরোইন সহ গ্রেপ্তার মধ্যপ্রদেশের বাসিন্দা
হাওড়া ব্রিজের কাছে স্ট্রান্ড রোড থেকে 130 গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার এক । গতকাল রাতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের গোয়েন্দারা । বাজেয়াপ্ত হেরোইনের বাজার মূল্য প্রায় 10 লাখ টাকা ।
পুলিশের কাছে খবর ছিল কলকাতায় ঢুকছে হেরোইন । সেই মতো গতকাল বিকালে হাওড়া ব্রিজের আশপাশে নজর রাখছিল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা । রাতে স্ট্র্যান্ড রোডে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া অফিসের কাছে সন্দেহজনক ভাবে এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে পুলিশের সন্দেহ হয় । তাকে আটক করে পুলিশ । ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় 130 গ্রাম হেরোইন । যার বাজার মূল্য 10 লাখ টাকা । তদন্তে নেমে পুলিশ জানতে পারে মধ্যপ্রদেশের ডিহাত থানা এলাকার বাসিন্দা ওই ব্যক্তি ।
মধ্যপ্রদেশের বাসিন্দা ভারত রাও কলকাতায় কার কাছে হেরোইন পাচার করতে এসেছিল, কোথা থেকে সে হেরোইন পেয়েছিল তা জানার চেষ্টা করছে গোয়েন্দারা । মধ্যপ্রদেশ ও কলকাতার মধ্যে হেরোইন পাচার চক্র সক্রিয় কি না, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধৃতকে ।
TAGGED:
কলকাতায় উদ্ধার হেরোইন