কলকাতা, 10 জুন: 14 জন চাকরিপ্রার্থীকে SSC-র কাউন্সেলিংয়ে ডাকার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । বিচারপতি মৌসুমি ভট্টাচার্য আজ এই নির্দেশ দিয়েছেন । আগামী এক মাসের মধ্যেই ওই চাকরিপ্রার্থীদের কাউন্সেলিংয়ে ডাকার নির্দেশ দিয়েছে আদালত ।
আজ আইনজীবী অনিন্দ্য বসু জানান, 2016-র স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষায় বসেন ষষ্ঠীসুন্দর মুড়া-সহ 14 জন চাকরিপ্রার্থী । তাঁদের সকলেরই বিষয় ছিল ভূগোল । 14 জন চাকরিপ্রার্থী প্রশিক্ষণপ্রাপ্ত ও TET পরীক্ষায় উত্তীর্ণ হন । 2016 সালের SSC নিয়োগ পরীক্ষার কাউন্সেলিং শুরু হয়েছে । অরুণ সরকার নামে এক চাকরিপ্রার্থীকে ভূগোলের কাউন্সেলিংয়ে ডেকেছে SSC । কিন্তু ওই ব্যক্তির কোনও প্রশিক্ষণ নেই । এর বিরুদ্ধেই হাইকোর্টে মামলা দায়ের করেন ষষ্ঠীসুন্দর মুড়া-সহ 14 জন চাকরিপ্রার্থী । সেই মামলার শুনানিতেই এই 14 জন প্রশিক্ষণপ্রাপ্ত ও TET উত্তীর্ণ প্রার্থীদের আগামী চার সপ্তাহের মধ্যে SSC-র কাউন্সেলিংয়ে ডাকার নির্দেশ দিলেন বিচারপতি মৌসুমি ভট্টাচার্য ।