কলকাতা, 21 জুলাই: একদিকে তৃণমূলের একুশের সমাবেশে লক্ষ লক্ষ মানুষের ভিড় ৷ যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সব জেলার তৃণমূল কর্মী এবং সমর্থকরা ৷ অন্য আরেকটি একুশের ছবি দেখা গেল ময়দান এলাকায় ৷ যা ছিল ময়দানে চড়ুইভাতির একুশে জুলাই (People Who Come for TMC 21st July Rally Travel to Kolkata Maidan) ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য এসেছিলেন ৷ কিন্তু, ভিড় এতটাই যে নেত্রীর কণ্ঠস্বর শুনেই ফিরতে হবে ৷ তাই সময় নষ্ট না করে ময়দান এলাকায় ঘুরতে বেরিয়ে পড়েছেন তাঁরা ৷
তেমনি কয়েকজনকে একুশের এই সমাবেশের কারণ নিয়ে প্রশ্ন করা হয় ৷ যার জবাব, ‘‘নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী জালিয়াতি করে হারিয়েছিল মমতা বন্দোপাধ্যায়কে ৷ তার প্রতিবাদে এই সভা ৷’’ আবার একজনের জবাব, ‘‘আগে তো সিপিএম করতাম। তারপর যেই দেখলাম বদলে গেল, আমরাও বদল করে ফেললাম ৷ কলকতায় ঘুরতে এসেছি ৷ বিরিয়ানী করে নিয়ে এসেছি। 36 জনের দল। ফাকা পেলেই খেয়ে নেব ৷’’