পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

East West Metro Railway মেট্রোর কাজে ভেঙেছে আশ্রয়, একজোট হলেন বউবাজারের ঘরছাড়ারা - বউবাজার

ইস্ট ওয়েস্ট মেট্রো রেলের (East West Metro Railway) কাজ চলাকালীন কলকাতার (Kolkata) বউবাজারে (Bowbazar) অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত হয় ৷ কিন্তু, সেইসব বাড়ির বাসিন্দারা অনেকেই আজও তাঁদের ক্ষতিপূরণ পাননি বলে অভিযোগ ৷ এবার তাই প্রাপ্য আদায় করতে সোসাইটি গড়লেন তাঁরা (Bowbazar Metro Affected Residents Welfare Society) ৷

people suffered by East West Metro Railway work at Bowbazar build a society
East West Metro Railway মেট্রোর কাজে ভেঙেছে আশ্রয়, একজোট হলেন বউবাজারের ঘরছাড়ারা

By

Published : Aug 28, 2022, 7:03 PM IST

কলকাতা, 28 অগস্ট: বেশ কয়েক বছর আগে ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলের (East West Metro Railway) কাজ চলাকালীন বিপর্যয় ঘটে যায় কলকাতার (Kolkata) বউবাজার (Bowbazar) এলাকায় ৷ মাটির তলায় সুরঙ্গ খোঁড়ার ফলে ধসে যায় কয়েকটি বাড়ি ৷ আংশিক ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যাও নেহাত কম নয় ৷ সবথেকে বড় কথা, বাড়িগুলির বিপজ্জনক অবস্থার জন্য সেগুলি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হন বাসিন্দারা ৷ এখনও তাঁদের অনেকেই নিজেদের ভিটেয় ফিরতে পারেননি ৷ এবার তাই একজোট হচ্ছেন ছাদ হারানো এই মানুষগুলো ৷ নিজের হক আদায় করতে একটি সোসাইটি তৈরি করলেন তাঁরা ৷ যার নামকরণ করা হয়েছে, 'বউবাজার মেট্রো অ্যাফেক্টেড রেসিডেন্টস ওয়েলফেয়ার সোসাইটি' (Bowbazar Metro Affected Residents Welfare Society) ৷

বউবাজারের ক্ষতিগ্রস্ত বাসিন্দারা জানালেন, প্রাণ বাঁচাতে একরাতের মধ্যে বাড়ি ছাড়তে হয়েছিল তাঁদের ৷ কিন্তু, একরাতে ঘরে ফেরা সম্ভব নয় ৷ তাঁদের অভিযোগ, ক্ষতিপূরণের টাকা হোক, কিংবা মাথার উপর পাকা ছাদ তৈরি, সবক্ষেত্রেই তাঁরা বঞ্চনা এবং দ্বিচারিতার শিকার হচ্ছেন ৷ এত দিন সবাই নিজের নিজের মতো করে লড়াই চালাচ্ছিলেন ৷ তাতে লাভ কিছু হয়নি ৷ আর সেই কারণেই একজোট হওয়াটা প্রয়োজনীয় হয়ে পড়ে ৷

আরও পড়ুন:মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতেই মেট্রো স্টেশনের উদ্বোধন, অসৌজন্যের অভিযোগ তৃণমূলের

সংশ্লিষ্ট সংগঠনের সভাপতি করা হয়েছে বিশ্বজিৎ মতিলালকে ৷ তাঁর সঙ্গে সহ-সভাপতি এবং সম্পাদকের দায়িত্ব নিয়েছেন অভিজিৎ মতিলাল ও সঞ্জয় সেন ৷ তাঁরা জানিয়েছেন, আগামী দিনে নিজেদের হক আদায় করতে প্রয়োজনে আইনি পথে সমবেত লড়াই শুরু করা হবে ৷

এই প্রসঙ্গে সঞ্জয় সেন বলেন, "অনেক দিন হয়ে গেল ৷ আমরা আমাদের জন্ম ভিটে ছেড়ে রয়েছি ৷ মেট্রো কর্তৃপক্ষ আমাদের সঙ্গে সবসময় ভালো আচরণ করছে না ৷ তারা এমন ভাব দেখাচ্ছে, যেন আমরা তাদের কোনও সম্পত্তি নিয়ে নিচ্ছি ৷ অনেকেই তাঁদের ক্ষতিপূরণ ও প্রাপ্য কিছুই পাননি ৷ ফলে আমরা যাঁরা বিপর্যস্ত, তাঁরা একজোট হয়ে সোসাইটি তৈরি করেছি ৷ আমারা যাতে আমাদের প্রাপ্য আদায় করতে পারি, তার জন্যই এই ব্যবস্থা ৷"

ABOUT THE AUTHOR

...view details