কলকাতা, 28 অগস্ট: বেশ কয়েক বছর আগে ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলের (East West Metro Railway) কাজ চলাকালীন বিপর্যয় ঘটে যায় কলকাতার (Kolkata) বউবাজার (Bowbazar) এলাকায় ৷ মাটির তলায় সুরঙ্গ খোঁড়ার ফলে ধসে যায় কয়েকটি বাড়ি ৷ আংশিক ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যাও নেহাত কম নয় ৷ সবথেকে বড় কথা, বাড়িগুলির বিপজ্জনক অবস্থার জন্য সেগুলি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হন বাসিন্দারা ৷ এখনও তাঁদের অনেকেই নিজেদের ভিটেয় ফিরতে পারেননি ৷ এবার তাই একজোট হচ্ছেন ছাদ হারানো এই মানুষগুলো ৷ নিজের হক আদায় করতে একটি সোসাইটি তৈরি করলেন তাঁরা ৷ যার নামকরণ করা হয়েছে, 'বউবাজার মেট্রো অ্যাফেক্টেড রেসিডেন্টস ওয়েলফেয়ার সোসাইটি' (Bowbazar Metro Affected Residents Welfare Society) ৷
বউবাজারের ক্ষতিগ্রস্ত বাসিন্দারা জানালেন, প্রাণ বাঁচাতে একরাতের মধ্যে বাড়ি ছাড়তে হয়েছিল তাঁদের ৷ কিন্তু, একরাতে ঘরে ফেরা সম্ভব নয় ৷ তাঁদের অভিযোগ, ক্ষতিপূরণের টাকা হোক, কিংবা মাথার উপর পাকা ছাদ তৈরি, সবক্ষেত্রেই তাঁরা বঞ্চনা এবং দ্বিচারিতার শিকার হচ্ছেন ৷ এত দিন সবাই নিজের নিজের মতো করে লড়াই চালাচ্ছিলেন ৷ তাতে লাভ কিছু হয়নি ৷ আর সেই কারণেই একজোট হওয়াটা প্রয়োজনীয় হয়ে পড়ে ৷