পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

CAA-র ফলে সবথেকে বেশি উপকৃত বাংলা : দিলীপ ঘোষ - CAA

অমিত শাহের আসন্ন সফরে সভার পুলিশি অনুমতি নিয়ে টালবাহানা করছে রাজ্য প্রশাসন । এমনই অভিযোগ তুললেন দিলীপ ঘোষ ।

Dilip Ghosh
ফাইল ছবি

By

Published : Feb 21, 2020, 10:50 PM IST

Updated : Feb 21, 2020, 11:39 PM IST

কলকাতা, 21 ফেব্রুয়ারি : নাগরিকত্ব সংশোধনী আইনে সবথেকে বেশি উপকৃত হবে বাংলার মানুষ । আজ একথা বললেন বঙ্গ BJP সভাপতি দিলীপ ঘোষ ।

অমিত শাহের আসন্ন সফর নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, "CAA পাশ করার ফলে সব থেকে উপকৃত হয়েছে পশ্চিমবঙ্গ । তাই কেন্দ্র সরকারকে অভিনন্দন জানাতে রাজ্য BJP-র আমন্ত্রণে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় আসছেন ।"

কী বলছেন রাজ্য BJP সভাপতি ?

1 মার্চ অমিত শাহের সভার পুলিশি অনুমতি নিয়ে টালবাহানা করছে রাজ্য প্রশাসন । এমন অভিযোগও তোলেন রাজ্য BJP সভাপতি । তিনি বলেন, "প্রাথমিকভাবে শহিদ মিনারে সভার অনুমতি চাওয়া হয়েছে । সেখানে অনুমতি দেওয়ার ব্যাপারে কোনও আইনগত সমস্যা নেই । তবে অনুমতি না পেলে অন্য জায়গায় সভা করার কথা ভাবা হচ্ছে ।"

একইসঙ্গে পৌর নির্বাচনে জয়ের ব্যাপারেও আশাবাদী দিলীপবাবু । বললেন, "EVM হোক বা ব্যালট । জিতব আমরাই ।"

Last Updated : Feb 21, 2020, 11:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details