কলকাতা, 27 জানুয়ারি: ইকো পার্ক অঞ্চলে ক্যালকাটা ট্রামওয়েজের (CTC) 261 নম্বর ট্রামটি হঠাৎ করে দেখলে চমকে যাবেন ৷ ডিসপ্লে বোর্ডটি দেখলে তো আরও অবাক হতে হয় । কারণ সেখানে লেখা- এসপ্ল্যানেড থেকে নিউটাউন । এই রুটে ট্রাম ? সে আবার কবে থেকে ? আসলে ট্রামের (Kolkata Tram) একটি বগিকেই আস্ত রেস্তোরাঁর রূপ দেওয়া হয়েছে ।
261 নম্বর ট্রামটিকে রাখা হয়েছে মাদার্স ওয়াক্স মিউজিয়ামের পাশে । গত বছরের শেষের দিকে চালু হয়েছে এই ট্রাম রেস্তোরাঁ (Tram restaurant at Eco park)। নাম 'কলকাতা স্ট্রিট ফুড ৷' কোচের ভেতরে সবকিছুই একই রকম ৷ তবে শুধু ট্রামের (Calcutta tram company) আসনের বদলে রয়েছে খাওয়া-দাওয়া করার জন্য টেবিল চেয়ারের ব্যবস্থা । আর কী নেই স্ট্রিট ফুডের মেনু কার্ডে ! পাও ভাজি থেকে শুরু করে মোমো, সঙ্গে গলা ভেজানোর জন্য ঠান্ডা পানীয় - সবই মিলবে এই রেস্তোরাঁয় ।
আরও পড়ুন:শহিদ দিবসের স্মৃতি নিয়ে বর্ণাঢ্য ট্রাম ঘুরবে শহরের পথে পথে