পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

টাকা দিয়ে জয়শ্রীরাম বলাচ্ছে BJP : পার্থ - partha chatterjee

অর্থের বিনিময়ে লোক নিয়োগ করে জয়শ্রীরাম বলাচ্ছে BJP । সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ।

পার্থ চ্যাটার্জি

By

Published : May 5, 2019, 5:51 AM IST

কলকাতা, 5 মে : "অর্থের বিনিময়ে লোক নিয়োগ করে জয়শ্রীরাম বলাচ্ছে BJP ।" গতকাল এই মন্তব্য করেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ।

এই সংক্রান্ত আরও খবর : জয়শ্রীরাম ধ্বনি শুনে গাড়ি থেকে নেমে গেলেন মমতা

ঘটনার সূত্রপাত গতকাল দুপুরের দিকে । মুখ্যমন্ত্রীর কনভয় যাচ্ছিল চন্দ্রকোনায় । রাধাবল্লভপুরের কাছে তাঁর কনভয় পৌঁছালে বেশ কয়েকজন গ্রামবাসী "জয়শ্রীরাম" স্লোগান দিয়ে ওঠেন । ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী গাড়ি থামিয়ে রাস্তায় নেমে পড়েন । কয়েকজনকে পালাতে দেখে তিনি প্রশ্ন করেন, "পালাচ্ছিস কেন ?" কেউ কোনও উত্তর দেননি । কিছুক্ষণ পর গাড়িতে উঠে বেরিয়ে যান মমতা ।

পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য

এপ্রসঙ্গে পার্থবাবুকে প্রশ্ন করা হয় । তিনি বলেন, "যে কেউ জয়শ্রীরাম বলতে পারে । তবে, এক্ষেত্রে অর্থের বিনিময়ে লোক নিয়োগ করা হচ্ছে । তারা সেসব করছে । দেখেন না সুপারি কিলার আছে । তেমনই রাজনীতিতে কুভাষ্য ও কুআচরণের লোক খুঁজে পাচ্ছে । অর্থনৈতিক সুবিধা দিয়ে কাজে লাগাচ্ছে BJP । BJP-র সমর্থক নেই । আদর্শবোধ নেই । বাংলায় ভালো কোনও কর্মসূচি নেই । ওদের একটাই কর্মসূচি, মমতা ব্যানার্জিকে গালাগাল দাও, তৃণমূল কংগ্রেসকে গালাগাল দাও আর যত কুমন্তব্য মুখ থেকে বের করো ।"

এই সংক্রান্ত আরও খবর : মমতার সামনে "জয়শ্রীরাম" স্লোগান, আটক 3 BJP কর্মী

ABOUT THE AUTHOR

...view details