কলকাতা, 27 জানুয়ারি: আর্থিক সঙ্কটে কলকাতা পৌরনিগমে পেনশন-সহ আর্থিক সুযোগ-সুবিধা চালু হয়নি প্রায় হাজারখানেক অবসরপ্রাপ্তর (pensioners are not getting money for financial crunch in KMC) ৷ কোষাগারের হাল খারাপ থাকায় অর্থ বিভাগের পেনশন সেলে নোটিশ লাগিয়ে দেওয়া হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, গত 2021 এর সেপ্টেম্বর মাস থেকে যাঁরা অবসর গ্রহণ করেছেন তাঁদের অবসর ভাতা-সহ সমস্ত অবসরকালীন সুযোগ সুবিধা এখনই দেওয়া যাচ্ছে না আর্থিক সমস্যার কারণে । যদিও এই নোটিশে পৌরনিগমের সীলমোহর নেই । তবে ঘটনার সত্যতা এক প্রকার স্বীকার করে নিয়েছে পৌর কর্তৃপক্ষ ৷
এর আগেও বেশ কয়েকবার থমকে গিয়েছিল অবসরপ্রাপ্তদের অবসর ভাতা দেওয়া । তবে এভাবে নোটিশ টাঙ্গানোর ঘটনা প্রকাশ্যে এল এবার । ছাপা অক্ষরে জানিয়ে দেওয়া হয়েছে, আর্থিক সমস্যার কারণেই এই মুহূর্তে দেওয়া যাচ্ছে না সেপ্টেম্বর থেকে যারা অবসর নিয়েছেন তাদের পেনশন ও বাকি সুযোগ সুবিধা । গত শনিবার টক টু মেয়র অনুষ্ঠান কলকাতা পুরসভার ফেসবুক পেজ থেকে যখন লাইভ চলছিল তখন সেখানে বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত কর্মী মেয়রকে আবেদন করেন তাঁদের অবসরকালীনভাতা চালু করার । কলকাতা পুরসভা সূত্রে খবর, গত সেপ্টেম্বরের পর থেকে এখনও পর্যন্ত কমবেশি এক হাজার কর্মী অবসর নিয়েছেন । যাঁদের অবসর ভাতা এবং অবসরকালীন সমস্ত সুযোগ সুবিধা চালু হয়নি এখনও । ফলে সমস্যার মুখে পড়ছেন তাঁরা । সংসার চালাতে গিয়ে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে তাদের ।