কলকাতা, 19 অগাস্ট: পেনশনভোগীদের জন্য সুখবর ৷ এবার থেকে অনলাইনে একটিমাত্র ফর্ম ফিলাপ করলেই সম্পন্ন হবে পেনশনের প্রক্রিয়া ৷
আজ সরকারি কর্মচারীদের পেনশন প্রক্রিয়া সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে অর্থ দপ্তর ৷ ওই বিজ্ঞপ্তিতে পেনশন প্রক্রিয়া সরলীকরণের কথা বলা হয় ৷ এবার থেকে একটিমাত্র ফর্ম ফিলাপ করলেই সম্পন্ন হবে পেনশন প্রক্রিয়া ৷ পেনশন প্রক্রিয়া সরলীকরণ নিয়ে অনেকদিন ধরেই চিন্তাভাবনা করছিল সরকার ৷ 2012 সালের 13 সেপ্টেম্বরে এই বিষয়ে প্রথম নোটিফিকেশন জারি হয় ৷ কিন্তু বিষয়টি নিয়ে আর এগোয়নি অর্থ দপ্তর ৷ বিস্তারিত চিন্তাভাবনার পর সম্প্রতি প্রিন্সিপাল অ্যাকাউন্ট জেনেরালের (A&E) অফিস থেকে এই সংক্রান্ত একটি প্রস্তাব রাজ্যপালের কাছে পাঠানো হয়৷ রাজ্যপাল এই প্রস্তাব অনুমোদন করেছেন ৷ যার ফল ভোগ করবেন আগামীদিনের পেনশন প্রাপকরা ৷