পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষা শুরু 2 জুলাই থেকে

বাকি থাকা উচ্চমাধ্যমিকের তিনটি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল 29 জুন থেকে। 30 জুন অবধি লকডাউনের সময়সীমা বৃদ্ধি হওয়ায় পরীক্ষা শুরু হবে 2 জুলাই থেকে।

Partha chatterjee
Partha chatterjee

By

Published : Jun 2, 2020, 5:19 PM IST

Updated : Jun 2, 2020, 5:25 PM IST

কলকাতা, ২ জুন: ফের বদল উচ্চমাধ্যমিকের পরীক্ষার সূচির। 29 জুনের বদলে 2 জুলাই থেকে শুরু হবে উচ্চমাধ্যমিকের বাকি তিনটি পরীক্ষা, আজ সাংবাদিক বৈঠকে এমনটাই জানান শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

কোরোনা আবহে মাঝপথেই স্থগিত হয়ে গিয়েছিল চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শেষ হতে বাকি ছিল তিন দিন। পরীক্ষা নিয়ে প্রায় দুই মাস বহু টানাপোড়েনের পর 23, 25 ও 27 মার্চের নির্ধারিত পরীক্ষাগুলি পুনরায় কবে নেওয়া হবে, তা ঘোষণা করেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

তিনি জানিয়েছিলেন, 29 জুন থেকে শুরু হবে উচ্চমাধ্যমিকের বাকি থাকা পরীক্ষাগুলি । 29 জুন, 2 ও 6 জুলাই হবে এই পরীক্ষাগুলি। কিন্তু পূর্বঘোষিত সেই সূচীতে ফের বদল আনা হল। আজ সাংবাদিক বৈঠক করে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, "29 জুন কোনও পরীক্ষা হবে না। 2 জুলাই থেকে শুরু হবে উচ্চমাধ্যমিকের বাকি থাকা পরীক্ষাগুলি । নতুন সূচি অনুযায়ী 2, 6 ও 8 জুলাই হবে উচ্চ মাধ্যমিকের পরীক্ষাগুলি।"

সূচি পরিবর্তন নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, "আমরা উচ্চ মাধ্যমিকের স্থগিত হয়ে যাওয়া পরীক্ষাগুলির যে সূচি ঘোষণা করেছিলাম, তাতে 29 জুন যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল, তা পরিবর্তন করে আমরা 2, 6 ও 8 জুলাই -এই তিনদিন পরীক্ষা সূচি স্থির করা হয়েছে । 29 জুন কোনও পরীক্ষা হবে না। 2 জুলাই প্রথম পরীক্ষা, 6 জুলাই দ্বিতীয় ও 8 জুলাই তৃতীয় পরীক্ষার দিন নির্ধারণ করা হয়েছে। এই বিষয় নিয়ে আজকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ, শিক্ষা দপ্তরের প্রধান সচিব মণীশ জৈনের সঙ্গে কথা বলে এবং মাননীয়া মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপ-আলোচনা করার পর তাঁর অনুমোদনে আমরা দিন ঠিক করেছি। লকডাউন 30জুন অবধি হওয়ায় অনেকেই প্রশ্ন করেছিলেন 29 তারিখের পরীক্ষা নিয়ে । সেই পরীক্ষাটিকে আমরা পিছিয়ে দিলাম। কোন দিন কোন কোন বিষয়ের পরীক্ষা হবে, তা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ তাদের ওয়েবসাইটে দেবে ।"

৩১ মে সাংবাদিকদের তরফে শিক্ষামন্ত্রীকে 29 জুনে নির্ধারিত উচ্চমাধ্যমিক পরীক্ষা হওয়ার বিষয়ে প্রশ্ন করা হয়েছিল যে , 30 জুন অবধি কনটেইনমেন্ট জোনগুলিতে লকডাউন চলার কথা বলেছে কেন্দ্র, সেখানে 29 জুনের পরীক্ষা কীভাবে হবে? উত্তরে ওইদিন শিক্ষামন্ত্রী পরীক্ষার সময়সূচি বদলের ইঙ্গিত দেননি তিনি। কিন্তু, আজ পরীক্ষার সময়সূচি বদলের কারণ হিসেবে সেগুলিকেই তুলে ধরেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, "অনেকেই প্রশ্ন করেছে 29 তারিখ কিভাবে আসব, ট্রেন চলবে কি চলবে না, জায়গা পাব কিনা। তাই এত প্রশ্নের মধ্যে না গিয়ে জুলাই মাসেই পরীক্ষা হবে। যখন সবাই জুলাই মাসে পরীক্ষা নিচ্ছে, তখন আমরাও জুলাই থেকেই পরীক্ষা নেব। তাছাড়া, আমাদের রাজ্যে আমফানের ধ্বংসলীলায় পরীক্ষার সেন্টারগুলিকেও তো দেখতে হবে। কাল রাত পর্যন্ত দেখেছি এখনও 116-টির মতো পরীক্ষাকেন্দ্রের সংস্কারের প্রয়োজন। তাতে সময় লাগবে। "

তিনি আজ আবারও স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে পরীক্ষা পরিচালনা করার বিষয়ে বলেন। এছাড়া পরীক্ষাকেন্দ্র যতটা সম্ভব পরীক্ষার্থীদের বাড়ির কাছে করা যায়, সেই প্রসঙ্গেও কথা বলেন। তিনি বলেন, "পরীক্ষা নিয়ম-বিধি মেনেই করতে হবে। সামাজিক দূরত্ব ও স্যানিটাইজেশনের বিষয়টি প্রাধান্য পাবে। মাস্ক পড়া আবশ্যক । এই চারটি বিষয়ই কোনও রকম শিথিলতা দেখানো যাবে না। পরীক্ষাকেন্দ্র বাড়ির আশেপাশে করা সম্ভব হলে সেটাও করতে বলেছি। সবথেকে বড় কথা, স্কুল বা কলেজ যেখানেই পরীক্ষাকেন্দ্র হচ্ছে, সেটিকে সম্পূর্নভাবে স্যানিটাইজ করতে হবে। শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মীদের নিরাপত্তার বিষয়টি দেখে তাঁদেরকেও একই গাইডলাইন আমরা দিচ্ছি।"

Last Updated : Jun 2, 2020, 5:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details