পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

SSKM হাসপাতালের বাথরুমে রোগীর ঝুলন্ত দেহ - কলকাতা পুলিশ

আজ সকালে হাসপাতালের একটি বাথরুমের ভিতর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় বছর ৪১-এর বিশ্বজিৎ নস্করের দেহ।

Kolkata Police
Kolkata Police

By

Published : Nov 6, 2020, 4:41 PM IST

কলকাতা, 6 নভেম্বর : SSKM হাসপাতালে রোগীর রহস‍্যমৃত্যু । বাথরুম থেকে উদ্ধার ঝুলন্ত দেহ । এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে SSKM হাসপাতালে। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

জানা গিয়েছে, আজ সকালে হাসপাতালের একটি বাথরুমের ভিতর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় বিশ্বজিৎ নস্করের(৪১) দেহ। বিশ্বজিৎ হাওড়ার শিবপুরের ঘুসুরির বাসিন্দা। শারীরিক অসুস্থতা নিয়ে বেশ কয়েকদিন হল তিনি SSKM হাসপাতালে ভরতি ছিলেন। শারীরিক অসুস্থতার পাশাপাশি সম্প্রতি তার মানসিক অবসাদ ও তৈরি হয়েছিল বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, পুলিশের অনুমান আত্মহত্যা করেছেন বিশ্বজিৎ। শরীরে অন্য কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। যদিও ময়নাতদন্তের পর বিষয়টি পরিষ্কার হবে বলে মনে করছেন তদন্তকারীরা। আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details