কলকাতা, 2 অগাস্ট: সোমবার থেকে হোম কোয়ারানটিনে থাকা কোরোনা রোগীদের উপর নজরদারি শুরু করবে কলকাতা পৌরনিগম । প্রায় 50 শতাংশের বেশি কোরোনা রোগী হোম কোয়ারানটিনে রয়েছে । কিন্তু অনেকে সঠিকভাবে নিয়ম পালন করছে না বলে অভিযোগ উঠেছে ।
এবার হোম কোয়ারানটিনে থাকা রোগীদের উপর নজরদারি চালাবে কলকাতা পৌরনিগম - হোম কোয়ারানটিনের উপর নজরদারি
হোম কোয়ারানটিনে থাকা কোরোনা রোগীরা সঠিকভাবে নিয়ম মানছে কি না, তা দেখতে এবার নজরদারি চালাবে কলকাতা পৌরনিগম ৷
কলকাতা পৌরনিগম কোরোনার সংক্রমণের বৃদ্ধির কারণ খুঁটিয়ে দেখতে গিয়ে দেখে, যে ঠিকানায় একজন আক্রান্ত ছিল কয়েকদিন বাদে সেখানেই অনেকে আক্রান্ত হয়েছে । যারা হোম কোয়ারানটিনে রয়েছে তাদের গাফিলতিতেই নাকি একাধিক এলাকায় সংক্রমণ বাড়ছে । আর এই কারণেই নজরদারি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে পৌরনিগমের তরফে ।
হোম কোয়ারানটিনে থাকা নিয়ে স্বাস্থ্য দপ্তরেরও কয়েকটি নির্দেশিকা রয়েছে । সেই নির্দেশিকা অনেকেই যথাযথভাবে মেনে চলছে না বলে অভিযোগ । তাই স্বাস্থ্য দপ্তরের সঙ্গে আলোচনা করে নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরনিগম । পৌরনিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য অতীন ঘোষ বলেন, যারা হোম কোয়ারানটিনে রয়েছে তাদের গাফিলতিতেই এলাকায় সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে । তিনি বলেন, অনেক সময় যারা আক্রান্ত তারা বাড়িতে মাস্ক পরে থাকছে না । আক্রান্ত ব্যক্তি বাড়িতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে গল্প, আড্ডা, একসঙ্গে খাওয়া-দাওয়া করছে । অনেক সময় রাস্তাতেও বেরিয়ে পড়ছে । ফলে সমস্যা ক্রমশ জটিল হচ্ছে ।
সোমবার থেকে কলকাতা পৌরনিগমের স্বাস্থ্যকর্মীরা PPE পরে যারা হোম কোয়ারানটিনে রয়েছে তাদের সঙ্গে গিয়ে দেখা করবে । প্রয়োজনে স্বাস্থ্যকর্মীরা প্রতিবেশীদের সঙ্গেও কথা বলে খোঁজখবর নেবেন । যদি গাফিলতি নজরে আসে সেই ক্ষেত্রে বোরো অফিস, স্বাস্থ্য দপ্তর ও পুলিশ প্রশাসনকে জানানো হবে ।
অতীনবাবু বলেন, প্রয়োজন হলে সেই ব্যক্তিকে সরকারি কোয়ারানটিন সেন্টারে নিয়ে আসা হবে । দরকার হলে ভরতি করা হবে হাসপাতালে । এর আগেই স্বাস্থ্য দপ্তর যে শর্তাবলী দিয়েছিল হোম কোয়ারানটিনে থাকা রোগীদের তা কার্যকর করতে কড়া ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরনিগম। মুচলেকা দিলেই হোম কোয়ারানটিনে থাকার অনুমতি মিলবে বলে জানানো হয়েছিল ।