কলকাতা, 19 ডিসেম্বর : সরকারি হাসপাতাল থেকে আচমকা নিখোঁজ বাইক দুর্ঘটনায় আহত যুবক । ঘটনাটি ঘটেছে বেনিয়াপুকুর থানা এলাকার চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে (Patient goes missing from Calcutta National Medical College) । চুঁচুড়ার বাসিন্দা ওই রোগীর নাম তন্ময় দত্ত । ঘটনায় স্থানীয় বেনিয়াপুকুর থানায় একটি নিখোঁজের অভিযোগ দায়ের করেছে তাঁর পরিবার ।
নিখোঁজ যুবকের আত্মীয়রা পুলিশকে জানান, গত 10 ডিসেম্বর বাইক দুর্ঘটনায় আহত হয় তন্ময় । রক্তাক্ত অবস্থায় তাঁকে হুগলির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে স্থানান্তরিত করা হয় এসএসকেএম হাসপাতালে । এসএসকেএম থেকে তাঁকে রেফার করা হয় চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে ।