পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

রোগীদের খাবার হাসপাতালে বিক্রি, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের - News at Kolkata Medical College and Hospital

অর্থের বিনিময়ে পাওয়া যাচ্ছে রোগীর পথ্য ৷ রোগীর পরিজনের এই অভিযোগ খতিয়ে দেখছে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমলোজি ৷

patient-food-sold-in-hospital
অর্থের বিনিময়ে রোগীর পথ্য

By

Published : Dec 2, 2019, 10:44 AM IST

Updated : Dec 2, 2019, 11:20 AM IST

কলকাতা, 2 ডিসেম্বর : রোগীদের পথ্য হিসাবে হাসপাতাল থেকে যে খাবার দেওয়া হয়, তা বিক্রির অভিযোগ উঠল কিচেনের কর্মীদের বিরুদ্ধে । কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমলোজি অর্থাৎ RIO-র ঘটনা ৷ অভিযোগ, সামান্য টাকার বিনিময়ে কিচেনের কর্মীরা এই খাবার বিক্রি করে দিচ্ছে কিছু রোগী ও তাঁদের পরিজনদের । এই অভিযোগের জেরে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ । অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ ।

অভিযোগ, RIO-তে ভরতি থাকা রোগীদের জন্য হাসপাতাল থেকে পথ্য হিসাবে যে খাবার পাওয়া যায় তা অর্থের বিনিময়ে কিচেনকর্মীরা বিক্রি করে দেয় ৷ জানা যায়, 20 টাকার পরিবর্তে পাওয়া যায় ভাত-ডাল-সবজি-ডিম । আবার অনেক সময় এই দামের হেরফেরও হয় । শনিবার এই বিষয়টি RIO-র কর্তৃপক্ষকে জানিয়েছিলেন এক রোগীর পরিজন । খাবার বিক্রি করার বিষয়টি ভিডিও করে RIO-র কর্তৃপক্ষকে দেখানো হয় । কর্তৃপক্ষের তরফে ওই পরিজনকে লিখিত অভিযোগ জানাতে বলা হয়েছিল ।

তবে, এমন অভিযোগের বিষয়টি জানার পরে RIO-র কর্তৃপক্ষ যোগাযোগ করেন কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল (MSVP) ইন্দ্রনীল বিশ্বাসের সঙ্গে । কারণ, যে কিচেন থেকে খাবার আসে, তা MSVP-র অধীনে রয়েছে । আজ MSVP-কে লিখিতভাবে বিষয়টি জানাচ্ছেন RIO কর্তৃপক্ষ । MSVP বলেন, "অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হবে। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।" হাসপাতাল সূত্রের খবর, কিচেন থেকে যে খাবার দেওয়া হয়, হাসপাতালে ভরতি থাকা প্রতিটি রোগী পেলেন কি না, তা মিলিয়ে দেখে নেওয়া হয় ।

হাসপাতালের এক আধিকারিক জানিয়েছেন, হয়তো উদ্বৃত্ত খাবার এভাবে বিক্রি করে দেন । তবে, খাবার উদ্বৃত্ত হলেও তা হাসপাতালের মধ্যে এভাবে বিক্রি করা যায় না বলেও তিনি জানিয়েছেন । এই হাসপাতালের অন্য এক আধিকারিক জানিয়েছেন, খাবার দিয়ে ফেরার সময় কিচেনকর্মীদের কাছে অনেক সময় রোগীর বাড়ির লোকরা খাবারের খোঁজ করেন । অনেক গরিব মানুষ হাসপাতালে আসেন । হাসপাতালের বাইরে খাবারের অনেক দাম । সামান্য টাকার বিনিময়ে কেউ কেউ এভাবে খাবার কেনেন । তবে, এভাবে খাবার বিক্রি করা যায় না । শুধুমাত্র RIO-তে নয়, কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের অন্যত্রও এমন খাবার বিক্রি হয় বলে অভিযোগ ।

রোগীর খাবার হাসপাতালে বিক্রি

এদিকে, রোগীর পথ্য হিসাবে যে খাবার দেওয়া হয়, তার গুণমান নিয়েও অভিযোগ উঠেছে । খাবারের গুণমানের বিষয়ে এমন অভিযোগ অবশ্য নতুন নয় । তবে, এ বিষয়ে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতি সপ্তাহে খাবারের গুণমান বজায় রাখতে পর্যালোচনা করা হয় ।

Last Updated : Dec 2, 2019, 11:20 AM IST

ABOUT THE AUTHOR

...view details