পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Court Security : শহরের আদালতগুলির নিরাপত্তা বেহাল, ক্ষোভ আইনজীবীদের - গ্যাং ওয়ার

শুক্রবার দুপুরে দিল্লির রোহিণী আদালতে এজলাসের ভিতরেই শুরু হয় গ্যাংওয়ার ৷ তাতে কুখ্যাত গ্যাংস্টার গোগী ও দুই হামলাকারীর মৃত্যু হয় ৷ এরপরও শিক্ষা নেয়নি কলকাতা ৷ শহরের আদালতগুলির নিরাপত্তার বেহাল দশা ৷ সাক্ষী ইটিভি ভারত ৷

pathetic security condition of courts of kolkata
Court Security : দিল্লির দেখেও শিক্ষা নেয়নি কলকাতা, শহরের আদালতগুলির নিরাপত্তা বেহাল

By

Published : Sep 25, 2021, 8:07 PM IST

কলকাতা, 25 সেপ্টেম্বর :দিল্লির রোহিণী আদালতের শ্যুটআউট কাণ্ড থেকে কি আদৌ কোনও শিক্ষা নিচ্ছে কলকাতার আদালতগুলি ? দিল্লির মতো শহরে, যেখানে নিরাপত্তার কড়াকড়ি অনেকটাই বেশি, সেখানেই রোহিণী আদালতের ভিতর চলল গুলি ৷ প্রাণ গেল কুখ্যাত গ্যাংস্টারের ৷ এরপর স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, কেমন আছে আমাদের শহরের বিচারালয়গুলি ? সেখানকার নিরাপত্তা ব্যবস্থাই বা কেমন ?

আরও পড়ুন :Gangwar in Delhi : অভিন্নহৃদয় বন্ধু থেকে শত্রু, এক দশকে গোগী-টিল্লুর গ্যাং ওয়ারে প্রাণ গিয়েছে 20 জনের

কলকাতা শহরের এক প্রান্তে শিয়ালদা আদালত, অপর প্রান্তে আলিপুর আদালত ৷ মাঝে মধ্য কলকাতায় রয়েছে ব্যাংকশাল কোর্ট ৷ তবে এই আদালতগুলিতে নিরাপত্তার যে কোনও পোক্ত ব্যবস্থা নেই, তারই সাক্ষী হল ইটিভি ভারত ৷ ধরা পড়ল নিরাপত্তার বেহাল চেহারা ৷ কোথাও কোনও তল্লাশি নেই ৷ নেই স্ক্যানিংয়ের ব্যবস্থা ৷

নিরাপত্তায় ফাঁক যে বিশাল, তা মানছেন আইনজীবীদেরই একাংশ ৷ আইনজীবী কৌশিক গুপ্ত বলেন, ‘‘কলকাতা হাইকোর্টে তবু কিছুটা নিরাপত্তা থাকলেও, নিম্ন আদালতগুলির অবস্থা ভয়ঙ্কর ৷ যদি কেউ আইজীবীর কালো কোট বা কালো গাউন পরে গটগট করে ভিতরে ঢুকে পড়েন, তাহলে পুলিশ তাঁদের আটকায় না ৷ কোনও তল্লাশিও হয় না ৷ কলকাতা হাইকোর্টের স্ক্যানারগুলিও বিকেল পাঁচটার পরই বন্ধ করে দেওয়া হয় ৷ যেন এটা একটা চুক্তি ! বিকেল পাঁচটার পর কলকাতা হাইকোর্টে কোনও নাশকতা বা হামলা হবে না !’’ আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা বলেন, ‘‘আদালতে কোনও নিরাপত্তা ব্যবস্থাই নেই ৷ যে কোনও সময় নাশকতামূলক ঘটনা ঘটতে পারে ৷’’

তবে এই বিষয়টি কলকাতা পুলিশের কোনও বড় কর্তা মুখ খুলতে চাননি ৷ যদিও লালবাজার সূত্রে খবর, কলকাতা হাইকোর্টের নিরাপত্তার জন্য বৈঠক করা হয়েছিল ৷ আগে সেখানে মাত্র একটি ব্যাগেজ স্ক্যানার ছিল ৷ সেই সংখ্যা বাড়িয়ে সাত করে দেওয়া হয়েছে ৷ এ ছাড়া, আদালত চত্বরে রয়েছে 244টি সিসি ক্যামেরা ৷ তাতে সারাক্ষণ নজরদারি চলে ৷ যদিও কলকাতা হাইকোর্টের আইনজীবীদের অভিযোগ, দরজাগুলিতে নিরাপত্তারক্ষীর সংখ্যা যথেষ্ট নয় ৷

আরও পড়ুন :Punjab : পঞ্জাবে ভারত-পাক সীমান্তে ভারী অস্ত্র ও বিস্ফোরক-সহ গ্রেফতার তিন

এই বিষয়ে রাজ্য পুলিশের প্রাক্তন অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল নজরুল ইসলাম জানান, শুধু পুলিশকে কাঠগড়ায় তুললে হবে না ৷ এক্ষেত্রে আইনজীবীদেরও পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে ৷ তিনি বলেন, ‘‘এই ধরনের অনভিপ্রেত ঘটনা রুখতে আদালতের আইনজীবীদেরও তল্লাশি করতে হবে ৷ পুলিশকে যেমন সেই কাজ করতে হবে, আইনজীবীদেরও পুলিশকে সহযোগিতা করতে হবে ৷ এক্ষেত্রে তল্লাশির সময় কোনও আইনজীবী যদি পুলিশকে বাধা দেন, তাহলে গোটা ব্যপারটাই অন্যরকম হয়ে যাবে ৷ তাই সমন্বয় জরুরি ৷’’

প্রসঙ্গত, শুক্রবার দুপুরে দিল্লির রোহিণী আদালতে এজলাসের ভিতরেই শুরু হয় গ্যাংওয়ার ৷ তাতে কুখ্যাত গ্যাংস্টার গোগী ও দুই হামলাকারীর মৃত্যু হয় ৷ আহত হন কয়েকজন ৷

ABOUT THE AUTHOR

...view details