কলকাতা, 3 জুলাই: বিধাননগর ও দমদমের মধ্যে 22 নম্বর সেতুর রক্ষণাবেক্ষণের কাজের জন্য রবিবার সকাল থেকে শিয়ালদা উত্তর শাখায় ব্যাহত হল রেল পরিষেবা (Passengers Suffers Due Cancelation of Trains in Sealdah North Section) ৷ যার জেরে এ দিন সকাল থেকে শিয়ালদার উত্তর শাখায় বাতিল থাকল 38টি লোকাল ট্রেন এবং 6টি মেল ও এক্সপ্রেস ৷ আর তার জেরে নাজেহাল হতে হল যাত্রীদের ৷ রবিবার দিন হওয়ায় অফিস যাত্রীদের ভিড় ছিল না ৷ তবে, বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য শিয়ালদা এবং অন্যান্য স্টেশন পৌঁছনো যাত্রীদের নাকাল হতে হল ৷ যদিও, রেলের তরফে পরিষেবা ব্যাহত হওয়ার এই খবর আগেই জানিয়ে দেওয়া হয়েছিল (Train Cancelled in Sealdah)৷
বিশেষত এ দিন সকালে মুম্বই ও চেন্নাই থেকে হাওড়া নেমে বেশ কয়েকজন যাত্রী শিয়ালদা পৌঁছন ৷ শিয়ালদা থেকে লোকাল ধরে নিজ গন্তব্যে যাওয়ার জন্য এসেছিলেন ৷ তাঁদের চূড়ান্ত হয়রানির শিকার হতে হয় ৷ প্রায় 3-4 ঘণ্টা প্ল্যাটফর্মে বসে থাকতে হয় ওই সব যাত্রীদের ৷ এ দিন বিধাননগর ও দমদমের মাঝে 22 নম্বর সেতুর রক্ষণাবেক্ষণের কাজ চলায় এই সমস্যা তৈরি হয় ৷ পূর্ব ঘোষণা মতো, শনিবার রাত 11টার পর থেকেই ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয় শিয়ালদা উত্তর শাখায় ৷