পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Train Cancelled in Sealdah: শিয়ালদা উত্তর শাখায় বাতিল একাধিক ট্রেন, নাজেহাল যাত্রীরা - Passengers Suffers Due Cancelation of Trains in Sealdah North Section

রেলসেতু রক্ষণাবেক্ষণের কাজের জন্য শিয়ালদা উত্তর শাখায় সকাল থেকে একাধিক লোকাল ও দূরপাল্লার ট্রেন বাতিল থাকল (Train Cancelled in Sealdah)৷ ফলে রবিবার সকাল থেকে চূড়ান্ত ভোগান্তির শিকার হতে হল যাত্রীদের (Passengers Suffers Due Cancelation of Trains in Sealdah North Section) ৷

passengers-suffers-due-cancelation-of-tarins-for-traffic-block-in-sealdah-north-section
passengers-suffers-due-cancelation-of-tarins-for-traffic-block-in-sealdah-north-section

By

Published : Jul 3, 2022, 11:08 AM IST

Updated : Jul 3, 2022, 3:20 PM IST

কলকাতা, 3 জুলাই: বিধাননগর ও দমদমের মধ্যে 22 নম্বর সেতুর রক্ষণাবেক্ষণের কাজের জন্য রবিবার সকাল থেকে শিয়ালদা উত্তর শাখায় ব্যাহত হল রেল পরিষেবা (Passengers Suffers Due Cancelation of Trains in Sealdah North Section) ৷ যার জেরে এ দিন সকাল থেকে শিয়ালদার উত্তর শাখায় বাতিল থাকল 38টি লোকাল ট্রেন এবং 6টি মেল ও এক্সপ্রেস ৷ আর তার জেরে নাজেহাল হতে হল যাত্রীদের ৷ রবিবার দিন হওয়ায় অফিস যাত্রীদের ভিড় ছিল না ৷ তবে, বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য শিয়ালদা এবং অন্যান্য স্টেশন পৌঁছনো যাত্রীদের নাকাল হতে হল ৷ যদিও, রেলের তরফে পরিষেবা ব্যাহত হওয়ার এই খবর আগেই জানিয়ে দেওয়া হয়েছিল (Train Cancelled in Sealdah)৷

বিশেষত এ দিন সকালে মুম্বই ও চেন্নাই থেকে হাওড়া নেমে বেশ কয়েকজন যাত্রী শিয়ালদা পৌঁছন ৷ শিয়ালদা থেকে লোকাল ধরে নিজ গন্তব্যে যাওয়ার জন্য এসেছিলেন ৷ তাঁদের চূড়ান্ত হয়রানির শিকার হতে হয় ৷ প্রায় 3-4 ঘণ্টা প্ল্যাটফর্মে বসে থাকতে হয় ওই সব যাত্রীদের ৷ এ দিন বিধাননগর ও দমদমের মাঝে 22 নম্বর সেতুর রক্ষণাবেক্ষণের কাজ চলায় এই সমস্যা তৈরি হয় ৷ পূর্ব ঘোষণা মতো, শনিবার রাত 11টার পর থেকেই ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয় শিয়ালদা উত্তর শাখায় ৷

শিয়ালদা উত্তর শাখায় ট্রেন বাতিলে নাজেহাল যাত্রীরা

আরও পড়ুন:Shovabazar-Sutanuti Metro: নর্থ-সাউথ করিডরের শোভাবাজার-সুতানুটী মেট্রো স্টেশনে বসল আন্তর্জাতিক মানের চলমান সিঁড়ি

এ দিন সকাল থেকে মূলত এই ট্রেনগুলি বাতিল ছিল,

লোকাল ট্রেন--

  • আপ ও ডাউন হাবড়া লোকাল
  • আপ ও ডাউন ডানকুনি লোকাল
  • ডাউন ও আপ রানাঘাট লোকাল (মোট 4টি ট্রেন)
  • আপ ও ডাউন কল্যাণী সীমান্ত লোকাল
  • আপ ও ডাউন দত্তপুকুর লোকাল
  • আপ ও ডাউন হাসনাবাদ লোকাল
  • আপ ও ডাউন গেদে লোকাল
  • আপ ও ডাউন ব্যারাকপুর লোকাল
  • আপ ও ডাউন নৈহাটি লোকাল
  • আপ ও ডাউন বারাসত লোকাল
  • আপ ও ডাউন শান্তিপুর লোকাল
  • আপ ও ডাউন বজবজ লোকাল

এছাড়াও বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন দেরিতে ছাড়ে শিয়ালদা স্টেশন থেকে ৷ পাশাপাশি, আজ সকালে 6টি মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে ৷

Last Updated : Jul 3, 2022, 3:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details