দমদম, 2 ডিসেম্বর : বিমান দেরিতে ওড়ায় আজ সকালে দমদম বিমানবন্দরে বিক্ষোভ দেখান যাত্রীরা । গো এয়ার বিমান পরিবহন সংস্থার গুয়াহাটি ও আহমেদাবাদগামী বিমান উড়তে দেরি হওয়ায় বিক্ষোভ দেখান ওই দুই বিমানের যাত্রীরা । সংস্থার কর্মীদের কাছে জবাবদিহি চান তাঁরা । দুপুরে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয় ।
বিমানের উড়ানে বিলম্ব, দমদম বিমানবন্দরে যাত্রীদের বিক্ষোভ - বিমানবন্দরে যাত্রী বিক্ষোভ
যাত্রীদের অভিযোগ, উড়ানে বিলম্ব হতে পারে, তা প্রথমে জানানো হয়নি । তাঁরা বিমানবন্দরে এসে বিষয়টি জানতে পারেন । বিকল্প বিমান কখন উড়বে সেটাও প্রথমে জানানো হয়নি । অন্যদিকে, সংস্থা সূত্রে খবর, পাইলটদের ডিউটি চার্ট নিয়ে সমস্যার জেরে এমনটা হয় ।
যাত্রীদের অভিযোগ, উড়ানে বিলম্ব হতে পারে, তা প্রথমে জানানো হয়নি । তাঁরা বিমানবন্দরে এসে বিষয়টি জানতে পারেন । বিকল্প বিমান কখন উড়বে সেটাও প্রথমে জানানো হয়নি । অন্যদিকে, সংস্থা সূত্রে খবর, পাইলটদের ডিউটি চার্ট নিয়ে সমস্যার জেরে এমনটা হয় । তবে সেই সমস্যা সংস্থার তরফে দ্রুত মেটানোর ব্যবস্থা করা হয় । দুপুরে দুটি বিকল্প বিমানে আহমেদাবাদ এবং গুয়াহাটিতে যাত্রীদের পৌঁছে দেওয়া হয় ।
যদিও যাত্রীদের দাবি, সকালের বিমান ধরার জন্য তাঁরা রাতেই বিমানবন্দরে চলে এসেছিলেন । সমস্যার কথা আগে থেকে তাঁদের জানানো হলে দুর্ভোগ কম হত ।