কলকাতা, 4 মার্চ: আবারও প্রশ্নের মুখে রাতের কলকাতার নিরাপত্তা ব্যবস্থা । বুধবার রাতে দক্ষিণ কলকাতায় ভাঙচুর করা হল একটি অনলাইন ক্যাব । মারধর করা হল ক্যাবের চালককে । অভিযোগের তির মহিলা যাত্রীর বয়ফ্রেন্ড এবং তাঁর বন্ধুদের বিরুদ্ধে । ঘটনার তদন্ত শুরু করেছে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ ।
পুলিশ সূত্রের খবর, এক মহিলার বয়ফ্রেন্ড সংশ্লিষ্ট ক্যাবটি বুক করেন । লোকেশন ছিল দক্ষিণ কলকাতা । ক্যাবচালকের অভিযোগ, তিনি গাড়ি চালাতে শুরু করলে ঠিক 10 থেকে 15 মিনিট পর মোবাইলে ওই মহিলা যাত্রীর একটি ফোন আসে । ফোনের ওপার থেকে তাঁর বয়ফ্রেন্ড সেই মহিলাকে বলতে থাকেন যে, তিনি যেই লোকেশনে ক্যাবটি বুক করেছেন, সেই লোকেশন ধরে ক্যাবচালক গাড়ি চালাচ্ছেন না । অভিযোগের পর ওই মহিলা যাত্রী চালককে তাঁর বয়ফ্রেন্ডের দেওয়া লোকেশনে যেতে বলেন । ক্যাব চালক তাতে রাজি না-হয়ে মহিলা যাত্রীকে বলেন, তাঁর বয়ফ্রেন্ডকে গাড়ির লোকেশনটি নিজেই চেঞ্জ করে দিতে । তবে তিনি সেই লোকেশন নিজে চেঞ্জ করতে রাজি ছিলেন না । ফলে গাড়ি আগের লোকেশন ধরেই এগোতে থাকে ।
এরই মধ্যে ফের মহিলা যাত্রীতে তাঁর বয়ফ্রেন্ড ফোন করেন । অভিযোগ, এ বার তাঁকে রীতিমতো হুমকি দেওয়া হয় । পাশাপাশি ক্যাবচালকে বলা হয়, তিনি তাঁর বান্ধবীকে নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন । অবিলম্বে তাঁর দেওয়া লোকেশনে গাড়িটি যেন নিয়ে যাওয়া হয় । এমন হুমকি পেয়ে সেই যুবকের দেওয়া লোকেশন ধরেই এগোতে থাকেন ক্যাবচালক। অভিযোগ, কিছুটা এগোনোর পরেই ওই যুবক একটি গাড়ি নিয়ে আচমকাই ক্যাবের সামনে চলে আসেন । সেই গাড়িতে যুবক ও তাঁর আরও পাঁচ বন্ধু ছিলেন । চালককে ক্যাব থেকে বের করে এনে, তাঁর কলার ধরে ওই মহিলার বয়ফ্রেন্ড মারধর করেন বলে অভিযোগ । সেই সময় অন্যান্য বন্ধুরা অনলাইন ক্যাবটি ভাঙচুর করতে শুরু করেন । এরপর প্রত্যেকেই ঘটনাস্থল থেকে চম্পট দেন ।