কলকাতা, 29 নভেম্বর : কলকাতা থেকে দূরের জেলাগুলিতে এখনও চালু হয়নি লোকাল ট্রেন পরিষেবা ৷ তবে এবার সেখানেও ঘুরবে রেলের চাকা ৷ আগামী 2 ডিসেম্বর থেকে দূরের জেলাগুলির জন্য শুরু হতে চলেছে প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা ।
2 ডিসেম্বর থেকে চালু হচ্ছে প্যাসেঞ্জার ট্রেন - local train
কলকাতাসহ তার আশপাশের জেলাগুলির জন্য শহরতলির ট্রেন পরিষেবা চালু হলেও দূরের জেলাগুলিতে তা শুরু হয়নি ৷ তবে, 2 ডিসেম্বর থেকে শুরু হবে সেই পরিষেবা ৷
কলকাতা সহ তার আশপাশের জেলাগুলির জন্য শহরতলির ট্রেন পরিষেবা আগেই শুরু হয়েছে । কিন্তু দূরের জেলাগুলির মধ্যে লোকাল ট্রেন চালু হয়নি । সেই নিয়ে দাবিও জানাছিলেন বহু মানুষ । শেষ পর্যন্ত পূর্ব রেল শহরতলির বাইরে দূরের জেলাগুলির জন্য আগামী 2 ডিসেম্বর থেকে প্যাসেঞ্জার ট্রেন চালু হতে চলেছে । মোট 54 টি ট্রেন চালু হবে প্রথমে । হাওড়া ডিভিশনে চলবে 30টি ট্রেন, 22 টি ট্রেন চলবে আসানসোল ডিভিশনে ও 2 টি মালদা ডিভিশনে চলবে ।
হাওড়া ডিভিশনে যে 30টি প্যাসেঞ্জার ট্রেন চলাচল করবে তার মধ্যে 8টি চলবে বর্ধমান রামপুরহাট সেকশনে, 8টি চলবে রামপুরহাট গুমানি সেকশনে, 2টি চলবে রামপুরহাট দুমকা জসিডি সেকশনে, 8টি চলবে কাটোয়া আজিমগঞ্জ সেকশনে ও 4টি ট্রেন চলবে আজিমগঞ্জ রামপুরহাট সেকশনে । পাশাপাশি আসানসোল ডিভিশনে যে 22 টি প্যাসেঞ্জার ট্রেন চলাচল করবে তার মধ্যে 8টি চলবে বর্ধমান-আসানসোল সেকশনে, 4টি চলবে অন্ডাল-সাঁইথিয়া সেকশনে, 4টি আসানসোল-ধানবাদ সেকশনে ও 4টি আসানসোল জসিডি সেকশনে ।