পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Sealdah Metro Service: দীর্ঘ অপেক্ষার অবসান, শুরু হল শিয়ালদা মেট্রোর যাত্রী পরিষেবা - Sealdah Metro station

আজ থেকে চালু হল শিয়ালদা মেট্রো স্টেশন (Sealdah Metro station) থেকে সল্টলেক সেক্টর ফাইভ (Salt Lake sector V) পর্যন্ত যাত্রী পরিষেবা । শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পৌঁছতে সময় লাগবে মাত্র 20 মিনিট । শিয়ালদা ও সল্টলেক সেক্টর ফাইভ-এর মধ্যে চলবে মোট 100টি পরিষেবা, 50টি ইস্ট বাউন্ড ও 50টি ওয়েস্ট বাউন্ড(passenger service) ।

passenger service started from Sealdah metro station
Sealdah Metro Service

By

Published : Jul 14, 2022, 1:53 PM IST

Updated : Jul 14, 2022, 2:36 PM IST

কলকাতা, 14 জুলাই: আজ থেকে চালু হল শিয়ালদা মেট্রো স্টেশন(Sealdah Metro station) থেকে সল্টলেক সেক্টর ফাইভ(Salt Lake sector V) পর্যন্ত যাত্রী পরিষেবা । সকাল 6.55 মিনিটে শুরু হয় প্রথম পরিষেবা (passenger service)। এর সঙ্গে সঙ্গে আরও এক ইতিহাসের সাক্ষী থাকল কলকাতা ৷

আর এই মাহেন্দ্রক্ষণের সাক্ষী থাকতে বহু যাত্রী মাঝরাত থেকেই এসে বসেছিলেন শিয়ালদা স্টেশনের বাইরে । যাত্রী পরিবহণের ক্ষেত্রে শিয়ালদা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন । কারণ এতদিন পর্যন্ত উত্তর কলকাতা বা অন্যান্য জায়গা থেকে সল্টলেক সেক্টর ফাইভ এবং ওই অঞ্চলে অবস্থিত আইটি হাবে যেতে হলে একমাত্র ভরসা ছিল বাস, টাক্সি বা ট্রেন ।

আগে উল্টোডাঙা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পৌঁছতে রাস্তা ফাঁকা থাকলে সময় লাগত চল্লিশ মিনিট । আর যানজট হলে এক ঘণ্টার উপর সময় লেগে যেত । আর এখন শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পৌঁছতে সময় লাগবে মাত্র 20 মিনিট । শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত পথ প্রায় 9 কিলোমিটার ৷

চালু হল শিয়ালদা মেট্রো স্টেশন থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যাত্রী পরিষেবা

তবে এ বার শিয়ালদা থেকে সল্টলেক পর্যন্ত পৌঁছতে আর কোনও সমস্যাই রইল না । আজ প্রথম দিনেই যাত্রী সংখ্যা ছিল চোখে পড়ার মতো । প্রথম 50 জন যাত্রীকে আগের বারের মতোই দেওয়া হয় গোলাপ ফুল । শুরু হওয়ার আগে থেকেই এই স্টেশনকে ঘিরে যাত্রী ও কর্পোরেট সংস্থাগুলির মধ্যে উত্তেজনা ছিল চরমে । কারণ স্টেশনের সূচনার অনেক আগেই সম্পূর্ণ হয়ে গিয়েছিল এই স্টেশনের কো ব্র্যান্ডিং ।

আজ প্রথম যাত্রী(First passenger) হয়ে যিনি ইতিহাসের সাক্ষী রইলেন তাঁর নাম প্রভাতকুমার চট্টোপাধ্যায় । পেশায় প্রাইমারি স্কুলের শিক্ষকের কথায়, আজকের দিনটা যেন তাঁর স্বপ্ন পূরণের দিন । বেলঘড়িয়া থেকে রাত দেড়টার সময় শিয়ালদা মেট্রো স্টেশনের সামনে অপেক্ষা করেন তিনি ৷ সকাল 6 টা 25 মিনিটে মেট্রোর গেট খুললে তিনিই প্রথম টিকিট কাটেন । প্রথম যাত্রী হিসাবে তাঁকেও লাল গোলাপ দেওয়া হয় (passenger service started from Sealdah metro station) ।

শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পৌঁছতে সময় লাগবে মাত্র 20 মিনিট

আজ থেকে শিয়ালদা ও সল্টলেক সেক্টর ফাইভ-এর মধ্যে চলবে মোট 100টি পরিষেবা, 50টি ইস্ট বাউন্ড ও 50টি ওয়েস্ট বাউন্ড । কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছে দিনের ব্যস্ত সময়ে প্রতি 15 মিনিট অন্তর মিলবে মেট্রো । অন্যদিকে, দিনের বাকি সময় দুটি ট্রেনের মধ্যে সময়ের ব্যবধান থাকবে 20 মিনিটের ।

আরও পড়ুন:আজ থেকে শুরু শিয়ালদা মেট্রো, এক ঝলকে জেনে নিন সময়সূচি

শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভে যাওয়ার প্রথম পরিষেবা শুরু হবে সকাল 6 টা 55 মিনিটে । সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 7টার সময় । শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ যাওয়ার দিনের শেষ মেট্রো মিলবে রাত 9 টা 35 মিনিটে । সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে 9 টা 40 মিনিটে । এই পরিষেবা পাওয়া যাবে সোম থেকে শনিবার পর্যন্ত ।

Last Updated : Jul 14, 2022, 2:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details