কলকাতা, 7 জুলাই : আলিমুদ্দিনের তরফে কান্তি গঙ্গোপাধ্যায়কে (Kanti Ganguly) বিতর্কিত বিষয় এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হল । প্রবীণ সিপিএম নেতার দেওয়া চিঠির ভিত্তিতে মঙ্গলবার দুপুরে তাঁকে আলোচনায় ডাকা হয়েছিল । সেখানে কেন নেতৃত্বের সঙ্গে মনোমালিন্য, তার ব্যাখ্যা রায়দিঘির প্রাক্তন বিধায়ক তুলে ধরেন । তাছাড়া, চিঠিতে নেতৃত্বের সরে যাওয়ার কথা বলেছিলেন । সর্বস্তরের কমিটি ভাঙার কথাও ছিল । জোট ভাঙার পক্ষেও জোরালো সওয়াল করেছিলেন ।
বর্ষীয়ান নেতার চিঠিতে তোলপাড় হয় রাজ্য সিপিএমের সদর দফতর । প্রাক্তন মন্ত্রীর মন বুঝতে এবং মান ভাঙাতে তাঁকে তলব করা হয় আলিমুদ্দিনে । দীর্ঘক্ষণের আলোচনায় নির্বাচন পরবর্তী সময়ে তিনি কেন বেসুরো তা বুঝতে চান সূর্যকান্ত মিশ্র (Surjya Kanta Mishra), বিমান বসুরা (Biman Bose) । বেসুরো কমরেডের ব্যাখ্যায় সদর দফতর খুশি কি না তার উত্তর অপেক্ষার গর্ভে । তবে কান্তিবাবুর দাবি, নেতৃত্বের সঙ্গে জেলার সংগঠন নিয়ে কথা হয়েছে । অন্য কোনও বিষয় সামনে আসেনি ।
বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের পরে শরিকরা বামফ্রন্টের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন । সিপিএমের অন্দরেও ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে । তন্ময় ভট্টাচার্য থেকে একাধিক জেলা নেতৃত্বের উষ্মা এবং কান্তি গঙ্গোপাধ্যায়ের বিতর্কিত চিঠিতে অস্বস্তি বাড়ছে আলিমুদ্দিনের সদর দফতরে । পরিবর্তন যে প্রয়োজন তা ক্রমেই জোরালো হচ্ছে । তারই রেশ ধরে দলের অভ্যন্তরে পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা সরাসরি বলেছিলেন কান্তি গঙ্গোপাধ্যায় ।