কলকাতা, 30 এপ্রিল :করোনার বাড়বাড়ন্তে ফের একবার আংশিক লকডাউনের পথে রাজ্য সরকার ৷ জারি নয়া নির্দেশিকা ৷ যা কার্যকর করা হচ্ছে আজ (30 এপ্রিল, 2021) থেকেই ৷ নয়া নির্দেশিকায় বলা হচ্ছে, সংক্রমণ ঠেকাতে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে বিউটি পার্লার, স্পা, সুইমিং পুল, শপিং মল, স্পোর্টস কমপ্লেক্স, সিনেমা হল ৷ পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এগুলি বন্ধই রাখতে হবে ৷
একইসঙ্গে, বাজার ও হাট খোলার ব্য়াপারেও নির্দিষ্ট নির্দেশ দেওয়া হয়েছে ৷ এবার থেকে সকাল সাতটা থেকে সকাল দশটা এবং দুপুর তিনটে থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বাজার ও হাটগুলি খোলা থাকবে ৷ তবে অত্যাবশ্যকীয় পণ্য ও জরুরি পরিষেবাগুলিকে আংশিক লকডাউনের আওতার বাইরে রাখা হচ্ছে ৷ খোলা থাকবে মুদিখানা ও ওষুধের দোকানও ৷
তবে এদিনের নির্দেশিকায় হোটেল, রেস্তোরাঁ ও বার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷ কিন্তু খাবার সরবরাহকারী সংস্থাগুলি গ্রাহকদের বাড়িতে খাবার সরবরাহ করতে পারবে ৷