কলকাতা, 29 ফেব্রুয়ারি : নির্বাচন কমিশনকে প্রভাবিত করছেন রাজ্যপাল জগদীপ ধনকড় । এমনই অভিযোগ তুললেন পার্থ চট্টোপাধ্যায় । তাঁর অভিযোগ, কমিশনকে প্রথম থেকেই প্রভাবিত করছেন রাজ্যপাল । এটা করতে হবে , ওটা করতে হবে বলে সিদ্ধহস্ত হচ্ছেন তিনি ।
আসন্ন পৌরসভা নির্বাচন । যা নিয়ে কয়েকদিন আগে রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড় । বৈঠক শেষে জানা যায়, নির্বাচন চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষার্থে বেশ কিছু নির্দেশ দিয়েছেন তিনি । তবে, কমিশনারের সঙ্গে রাজ্যপালের এই বৈঠক ভালোভাবে নেয়নি রাজ্যের শাসক দল । রাজ্যপালের উপর রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, বারবার বিতর্ক তৈরি করছেন । ওঁর মাথা ঘামানোর কী দরকার ? রাজ্য নির্বাচন কমিশনারের উপর ওঁর বিশ্বাস থাকা উচিত । উনি প্রথম থেকেই প্রভাবিত করেছেন । প্রথম থেকেই সিদ্ধহস্ত হচ্ছেন, এটা করতে হবে, ওটা করতে হবে বলে । ওঁর সঙ্গে দেখা করে বলব, কেন এমন করছেন ?