কলকাতা, 14 সেপ্টেম্বর: ভার্চুয়াল শুনানিতে জামিন চেয়ে কান্নাকাটি জুড়েও শেষরক্ষা হল না ৷ পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjees) ও অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) আরও 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিল বিশেষ নগর দায়রা আদালতের (Partha Chatterjees jail custody extends for 14 days) ৷ প্রায় দু'মাস জেল হেফাজতে থাকার পরও রেহাই পেলেন না রাজ্যের প্রাক্তন শিক্ষা ও শিল্পমন্ত্রী এবং তার 'ঘনিষ্ঠ' সহযোগী।
এদিন দু'জনেই প্রেসিডেন্সি জেল থেকে ভার্চুয়াল শুনানিতে অংশগ্রহণ করেছিলেন। জামিন মঞ্জুরের জন্য রীতিমতো আদালতের কাছে কান্নাকাটি জুড়লেন দু'জনে। একদা তৃণমূলের মহাসচিব কাঁদতে কাঁদতে বলেন, "আমার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়নি। কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। আমি ন্যায়বিচার চাই ।" অন্যদিকে অর্পিতা মুখোপাধ্যায়ও দাবি করেন, তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া রাশি-রাশি নগদের ব্যাপারে তিনি কিছুই জানেন না। এদিকে ইডির (ED) তরফে আদালতে জানানো হয়, অর্পিতা মুখোপাধ্যায়ের আরও অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে ৷