পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Partha Chatterjee: এক সঙ্গীকে নিয়ে অর্পিতার ফ্ল্যাটে সপ্তাহে 3 থেকে 5 দিন আসতেন পার্থ - পার্থ চট্টোপাধ্যায়

ইডি হেফাজতে রয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে (Bengal Recruitment Scam) গ্রেফতার হওয়া অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee) ৷ তাঁকে জেরা করছে ইডি ৷ সূত্রের খবর, জেরায় জানা গিয়েছে যে এক সঙ্গীকে নিয়ে অর্পিতার ফ্ল্যাটে সপ্তাহে 3-5 দিন আসতেন পার্থ চট্টোপাধ্যায় (Bengal Minister Partha Chatterjee) ৷

Partha Chatterjee used to Visit Arpita Mukherjee Flat 3-5 Times a Week
Partha Chatterjee: এক সঙ্গীকে নিয়ে অর্পিতার ফ্ল্যাটে সপ্তাহে 3-5 দিন আসতেন পার্থ

By

Published : Jul 27, 2022, 8:33 PM IST

কলকাতা, 27 জুলাই : শিক্ষক নিয়োগ দুর্নীতি (Bengal Recruitment Scam) কাণ্ডে গ্রেফতার হয়ে আপাতত ইডি হেফাজতেই রয়েছেন অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee) ৷ তাঁকে মঙ্গলবার থেকেই টানা জেরা করছেন ইডির গোয়েন্দারা ৷ আর সেই জেরা পর্বেই উঠে আসছে নানা তথ্য ৷ ইডি সূত্রে খবর, অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের ফ্ল্যাটে পার্থ চট্টোপাধ্যায় (Bengal Minister Partha Chatterjee) সপ্তাহে অন্তত তিনবার যেতেন ৷ কোনও কোনও সপ্তাহে পাঁচবারও যেতেন পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী ৷

ইডি সূত্রে জানা গিয়েছে যে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতাকে জেরা করেই এই তথ্য মিলেছে ৷ অর্পিতা ইডিকে জেরায় জানিয়েছেন, প্রতিবার পার্থর সঙ্গে আরও একজন থাকতেন ৷ ওই ব্যক্তিকে নিয়ে পার্থ অর্পিতার বেডরুমে দীর্ঘক্ষণ মিটিং করতেন ৷ ওই ঘর থেকেই প্রায় 22 কোটি টাকা উদ্ধার করে ইডি ৷

কে ওই ব্যক্তি ? কাকে নিয়ে অর্পিতার ফ্ল্যাটে বারবার আসতেন পার্থ ? শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে ওই ব্যক্তির কী সম্পর্ক ? আপাতত এই প্রশ্নগুলির উত্তর খুঁজছে ইডি ৷ তদন্তকারীদের একটি সূত্রে জানা গিয়েছে, অর্পিতা মুখোপাধ্যায়ের কাছ থেকে এই প্রশ্নগুলির উত্তর মেলেনি ৷ কারণ তিনি জানিয়েছেন যে তাঁকে এই বিষয়ে কিছু জানানো হত না ৷ তাঁকে শুধু কিছু নথি বা অন্য কিছু জিনিস রাখতে দেওয়া হত, কোথায় রাখা হবে তা বলে দেওয়া হত ৷ তিনি সেই নির্দেশ পালন করতেন ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, আদালত ইডি (ED) হেফাজতে থাকাকালীন পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্য়ায়ের স্বাস্থ্য পরীক্ষা 48 ঘণ্টা অন্তর করতে বলেছে ৷ সেই মতো বুধবার জোকা ইএসআই-তে পার্থ ও অর্পিতাকে নিয়ে যাওয়া হয় ৷ তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়৷ তার পর সিজিও কমপ্লেক্সে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় ৷

ইডি সূত্রে খবর, সেখানে আলাদা ভাবে পার্থ ও অর্পিতাকে জেরা করা হয় ৷ এখনও পর্যন্ত দু’জন যা তথ্য ইডিকে দিয়েছেন, তা যাচাই করতেই এদিন দু’জনকে আলাদা ভাবে জেরা করা হয়েছে ৷

আরও পড়ুন :Partha Chatterjee: ইডি হেফাজতে দু'বেলা ভাত জুটছে না পার্থর, অর্পিতার ডায়েটে কাজু-কিসমিস

ABOUT THE AUTHOR

...view details