কলকাতা, 7 অগস্ট: সংশোধনাগারে দ্বিতীয় রাতও প্রায় বিনিদ্রই কাটল পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee in Jail)। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও পা ফুলতে শুরু করেছে । সঠিক কী কারণে তাঁর পা ফুলছে, তা জানার চেষ্টা করছেন কারা দফতরের চিকিৎসকরা । তবে পার্থ চট্টোপাধ্যায়কে প্রেসিডেন্সি সংশোধনাগারে নিয়ে আসার পর থেকে অন্যান্য কয়েদিদের মতোই সাধারণ ভাবে রয়েছেন তিনি । তাঁকে কোনও বাড়তি সুবিধে দেওয়া হচ্ছে না ৷ পার্থ চট্টোপাধ্যায়ের পাশের সেলেই রয়েছেন কুখ্যাত জঙ্গি আফতাব আনসারি । অন্যান্য কয়েক দিনের মতো এ দিনও পার্থর শারীরিক পরীক্ষা করা হয় । আর তখনই চিকিৎসকরা দেখেন যে, পার্থ চট্টোপাধ্যায়ের পা ফুলছে ।
এ দিন ব্রেকফাস্টে টোস্ট এবং লাল চা দেওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়কে । গতকাল রাতে তিনি রুটি ও সবজি খেয়েছেন । তবে জানা গিয়েছে, সংশোধনাগারে তাঁর সময় কাটতে চাইছে না । একেবারে চুপচাপ থাকছেন ৷ মাঝেমধ্যে কারারক্ষীদের সঙ্গে হালকা কথাবার্তা বলে মন হালকা করছেন তিনি । ইতিমধ্যেই বেশকিছু বই এবং কাগজ পেন চেয়ে কারা দফতরের কাছে আর্জি জানিয়েছেন । তবে কারাগারে তাঁকে কোন কোন জিনিস দেওয়া যেতে পারে, সেগুলি এখনও পর্যন্ত স্থির করা হয়নি বলে প্রেসিডেন্সি সংশোধনাগার (Presidency Jail) সূত্রের খবর ।