পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Partha Chatterjee in Jail: ফুলেছে পা, জেলে সারাদিন চুপচাপ পার্থ; পাশের সেলে আফতাব আনসারি - প্রেসিডেন্সি সংশোধনাগার

ফুলেছে পা, প্রেসিডেন্সি সংশোধনাগারে (Presidency Jail) সারাদিন চুপচাপই থাকছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee in Jail)৷ তাঁর পাশের সেলে রয়েছে আফতাব আনসারি ৷

partha-chatterjee-spends-time-in-presidency-jail-like-other-prisoners
থাম্বনেইল

By

Published : Aug 7, 2022, 12:37 PM IST

কলকাতা, 7 অগস্ট: সংশোধনাগারে দ্বিতীয় রাতও প্রায় বিনিদ্রই কাটল পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee in Jail)। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও পা ফুলতে শুরু করেছে । সঠিক কী কারণে তাঁর পা ফুলছে, তা জানার চেষ্টা করছেন কারা দফতরের চিকিৎসকরা । তবে পার্থ চট্টোপাধ্যায়কে প্রেসিডেন্সি সংশোধনাগারে নিয়ে আসার পর থেকে অন্যান্য কয়েদিদের মতোই সাধারণ ভাবে রয়েছেন তিনি । তাঁকে কোনও বাড়তি সুবিধে দেওয়া হচ্ছে না ৷ পার্থ চট্টোপাধ্যায়ের পাশের সেলেই রয়েছেন কুখ্যাত জঙ্গি আফতাব আনসারি । অন্যান্য কয়েক দিনের মতো এ দিনও পার্থর শারীরিক পরীক্ষা করা হয় । আর তখনই চিকিৎসকরা দেখেন যে, পার্থ চট্টোপাধ্যায়ের পা ফুলছে ।

এ দিন ব্রেকফাস্টে টোস্ট এবং লাল চা দেওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়কে । গতকাল রাতে তিনি রুটি ও সবজি খেয়েছেন । তবে জানা গিয়েছে, সংশোধনাগারে তাঁর সময় কাটতে চাইছে না । একেবারে চুপচাপ থাকছেন ৷ মাঝেমধ্যে কারারক্ষীদের সঙ্গে হালকা কথাবার্তা বলে মন হালকা করছেন তিনি । ইতিমধ্যেই বেশকিছু বই এবং কাগজ পেন চেয়ে কারা দফতরের কাছে আর্জি জানিয়েছেন । তবে কারাগারে তাঁকে কোন কোন জিনিস দেওয়া যেতে পারে, সেগুলি এখনও পর্যন্ত স্থির করা হয়নি বলে প্রেসিডেন্সি সংশোধনাগার (Presidency Jail) সূত্রের খবর ।

আরও পড়ুন:শুক্রবারে পার্থকে আক্রমণ, শনিতে 'কুণালের একটি কথাও বলব না'

রাজ্যে এসএসসি দুর্নীতি কাণ্ডে তৃণমূলের প্রাক্তন মহাসচিব তথা রাজ্যের তৎকালীন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা । গ্রেফতার করা হয় তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে । এরপরে অর্পিতার একাধিক ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করা হয় । বেশ কিছুদিন হেফাজতে থাকার পর অবশেষে জেল হেফাজত হয় পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের । ইডি দফতরে এই দুজন পাশাপাশি দুটি লকআপে থাকলেও বর্তমানে অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee) রয়েছেন আলিপুর মহিলা সংশোধনাগারে । আর পার্থ চট্টোপাধ্যায় রয়েছেন প্রেসিডেন্সি সংশোধনাগারে, আফতাব আনসারির পাশের সেলে ।

ABOUT THE AUTHOR

...view details