পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

তমোনাশ ঘোষের মৃত্যুতে রাজ্যকে আক্রমণ দিলীপের, মানসিক ভারসাম্যহীন বললেন পার্থ - লকডাউন

কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষের । তাই নিয়েও তৃণমূল ও BJP-র মধ্যে শুরু হয়েছে তরজা ।

partha-chatterjee-slams-dilip-ghosh-for-his-comments-on-tamonash-ghosh-death
তমোনাশ ঘোষের মৃত্যুতে বিতর্কিত মন্তব্য়ে সরব পার্থ চট্টোপাধ্যায়

By

Published : Jun 25, 2020, 7:19 AM IST

Updated : Jun 25, 2020, 7:56 AM IST

কলকাতা, 25 জুন : তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষের মৃত্যু নিয়েও তৃণমূল ও BJP-র মধ্যে আক্রমণ, পালটা আক্রমণ অব্যাহত । গতকাল দিলীপ ঘোষ বলেন, শাসকদলের নেতারা সামাজিক দূরত্ব মানছেন না বলেই কোরোনায় আক্রান্ত হচ্ছেন । তাঁর মৃত্যুর জন্য রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকেও দায়ি করেন তিনি । এরপরই তাঁকে পালটা আক্রমণ করেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । দিলীপবাবুকে মানসিক ভারসাম্যহীন বলে আক্রমণ করেন তিনি ।

গতকাল বিধায়কের মৃত্যুতে শোকপ্রকাশ করে দিলীপ ঘোষ বলেন, "তমোনাশ ঘোষের মৃত্যু খুবই দুর্ভাগ্যজনক । এটি রাজ্যের ব্যর্থতা । VIP-দের চিকিৎসার জন্য সঠিক ব্যবস্থা করতে পারছে না । এতটাই দায়িত্বজ্ঞানহীন যে নিজেদের লোকদেরও রক্ষা করতে পারছে না । মুখ্যমন্ত্রী ও শাসক দলের বিধায়ক-সাংসদরা সামাজিক দূরত্ব বিধি মানছেন না । তার জন্য আক্রান্ত হচ্ছেন । উলটে দোষ চাপাচ্ছেন আমাদের উপর ।"

তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় পালটা আক্রমণ করে বলেন, "প্রিয় সহকর্মীকে আমরা হারিয়েছি । আর আপনি সেই মৃত্যু নিয়ে রাজনীতি ছাড়া অন্য কিছুই ভাবতে পারছেন না । এই শোকের সময়ে যাঁরা রাজনীতি করেন এটা তাঁদের অত্যন্ত ছোটো মনের পরিচয় । এখন রাজনীতি করার সময় নয় । পাগলের প্রলাপের উত্তর দেওয়ার সময় নয় ।"

জ্বর নিয়ে ফলতার বিধায়ক তমোনাশ ঘোষ একটি বেসরকারি হাসপাতালে ভরতি হয়েছিলেন । ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে । সোয়াব টেস্ট করানো হলে রিপোর্ট পজ়িটিভ আসে । স্থানান্তরিত করা হয় অন্য একটি বেসরকারি হাসপাতালে । সেখানে চিকিৎসায় সাড়া দিলেও পরে অবস্থার অবনতি হয় । গতকাল ভোরে তাঁর মৃত্যু হয় । চিকিৎসকরা জানান, একাধিক অঙ্গ বিকল হয়ে তাঁর মৃত্যু হয় ।

তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করে টুইট করেছিলেন মুখ্যমন্ত্রী । লিখেছিলেন, "তমোনাশ ঘোষ আমাদের তিনবারের বিধায়ক । দলের কোষাধ্যক্ষ ছিলেন 1998 সাল থেকে । আমাদের 35 বছরের সঙ্গী । তাঁর চলে যাওয়ায় যে শূন্য়তা তৈরি হল তা পূরণ করা মুশকিল । সমবেদনা রইল তাঁর স্ত্রী ঝরনা ও দুই মেয়ের প্রতি ।"

Last Updated : Jun 25, 2020, 7:56 AM IST

ABOUT THE AUTHOR

...view details