কলকাতা, 30 অক্টোবর : ত্রিপুরায় ফের বদল হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভা ৷ আগামিকাল অর্থাৎ রবিবার ত্রিপুরায় রবীন্দ্রভবনে অভিষেকের সভা হওয়ার কথা ছিল ৷ মঞ্চ বাঁধাও শুরু হয়ে গিয়েছে ৷ কিন্তু শেষ মুহূর্তে ফের বদল হল সভাস্থল ৷ এই ঘটনায় প্রতিক্রয়া জানিয়েছেন তৃণমূলের মহাসচিব ৷ তাঁর মতে, ত্রিপুরায় বিজেপি ভয় পেয়েছে ৷ পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) বলেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিপ্লব দেব ভয় পেয়েছেন ৷ তাই তাঁকে সেখানে সভা করতে দেওয়া হচ্ছে না ৷’’
ত্রিপুরায় শেষ মুহূর্তে ফের সভাস্থল বদল করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৷ তাঁর সভা করার কথা ছিল রবীন্দ্রভবনে ৷ সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে আস্তাবল মাঠে ৷ পাশাপাশি কুণাল ঘোষকে আদলতে হাজিরর জন্য সমন পাঠানো হয়েছে ৷ তবে তৃণমূলের তরফে অভিযোগ, কুণালকে আদালতে হাজিরার কথা বলা হলেও কোনও এফআইআর দেখাতে পারেনি পুলিশ ৷ এদিন এসবেরই তীব্র নিন্দা করেন তৃণমূলের মহাসচিব ৷ বলেন, "নানা কায়দায় ছলচাতুরি করে তৃণমূলকে আটকানোর চেষ্টা করছে বিজেপি ৷ অভিষেককে বিজেপি ভয় পাচ্ছে ৷ তাই এমন করছে ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কত বড় নেতা তা গত বিধানসভা নির্বাচনে মোদি এসে বলে গিয়েছেন ৷ প্রতিটি সভায় তিনি অভিষেককে আক্রমণ করে ভাষণ দিয়েছেন ৷"