পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Partha Chatterjee : ত্রিপুরায় ওরা দুয়ারে গুন্ডা আনছে, আমরা সরকার আনব, বিপ্লব দেবকে আক্রমণ পার্থর

ফের বদল হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভাস্থল ৷ ত্রিপুরায় শেষ মুহূর্তের প্রস্তুতি যখন চলছে তখনই ফের সভাস্থল বদল করেছে ত্রিপুরা সরকার ৷ তারপরই বিপ্লব দেবকে (Biplab Kumar Deb) একহাত নিলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ৷

Partha Chatterjee
Partha Chatterjee

By

Published : Oct 30, 2021, 5:06 PM IST

কলকাতা, 30 অক্টোবর : ত্রিপুরায় ফের বদল হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভা ৷ আগামিকাল অর্থাৎ রবিবার ত্রিপুরায় রবীন্দ্রভবনে অভিষেকের সভা হওয়ার কথা ছিল ৷ মঞ্চ বাঁধাও শুরু হয়ে গিয়েছে ৷ কিন্তু শেষ মুহূর্তে ফের বদল হল সভাস্থল ৷ এই ঘটনায় প্রতিক্রয়া জানিয়েছেন তৃণমূলের মহাসচিব ৷ তাঁর মতে, ত্রিপুরায় বিজেপি ভয় পেয়েছে ৷ পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) বলেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিপ্লব দেব ভয় পেয়েছেন ৷ তাই তাঁকে সেখানে সভা করতে দেওয়া হচ্ছে না ৷’’

ত্রিপুরায় শেষ মুহূর্তে ফের সভাস্থল বদল করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৷ তাঁর সভা করার কথা ছিল রবীন্দ্রভবনে ৷ সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে আস্তাবল মাঠে ৷ পাশাপাশি কুণাল ঘোষকে আদলতে হাজিরর জন্য সমন পাঠানো হয়েছে ৷ তবে তৃণমূলের তরফে অভিযোগ, কুণালকে আদালতে হাজিরার কথা বলা হলেও কোনও এফআইআর দেখাতে পারেনি পুলিশ ৷ এদিন এসবেরই তীব্র নিন্দা করেন তৃণমূলের মহাসচিব ৷ বলেন, "নানা কায়দায় ছলচাতুরি করে তৃণমূলকে আটকানোর চেষ্টা করছে বিজেপি ৷ অভিষেককে বিজেপি ভয় পাচ্ছে ৷ তাই এমন করছে ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কত বড় নেতা তা গত বিধানসভা নির্বাচনে মোদি এসে বলে গিয়েছেন ৷ প্রতিটি সভায় তিনি অভিষেককে আক্রমণ করে ভাষণ দিয়েছেন ৷"

বিপ্লব দেবকে আক্রমণ করে পার্থ বলেন, "ত্রিপুরায় বিজেপি অভিষেককে ভয় পেয়েছে ৷ তাই তাঁকে সেখানে সভা করতে দেওয়া হচ্ছে না ৷ নানা বাহানায় বারবার তাঁর সভা আটকে দেওয়া হচ্ছে ৷ গুন্ডারাজ চালাচ্ছে ওরা ৷ ত্রিপুরায় ওরা দুয়ারে গুন্ডা আনছে, আমরা সরকার আনব ৷"

এদিন দিনহাটা উপনির্বাচনে নিশীথ প্রামাণিক সশস্ত্র রক্ষী নিয়ে ভোট দিতে যান, যা নিয়ে ইতিমধ্যেই বির্তক তৈরি হয়েছে ৷ পার্থ এই ঘটনার নিন্দা করে বলেন, "বিষয়টি বিধি-বিরুদ্ধ কাজ হয়েছে ৷ নির্বাচন কমিশনের উচিত এর বিরুদ্ধে পদক্ষেপ করা ৷"

আরও পড়ুন : Mamata Banerjee : তৃতীয় ফ্রন্ট তৈরির বার্তা নিয়ে মমতার কাছে গোয়ার আঞ্চলিক দলের নেতারা

ABOUT THE AUTHOR

...view details