পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Partha chatterjee-Subrata Mukherjee : যুবক সুব্রতর ছবি শেয়ার করে কলেজ জীবনের স্মৃতিচারণা পার্থর - Chatra Parishad

ছাত্র রাজনীতির সময় থেকেই সুব্রত মুখোপাধ্য়ায় ও পার্থ চট্টোপাধ্য়ায়ের পরিচয় ৷ শুক্রবার বারবার সেই কথাই বললেন তিনি ৷

partha chatterjee shares a photo of his college days with subrata mukehrjee
Partha chatterjee-Subrata Mukherjee : যুবক সুব্রতর ছবি শেয়ার করে কলেজ জীবনের স্মৃতিচারণা পার্থর

By

Published : Nov 5, 2021, 5:20 PM IST

Updated : Nov 5, 2021, 6:54 PM IST

কলকাতা, 5 নভেম্বর : সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যু রাজনীতিতে এক অধ্যায়ের সমাপ্তি ৷ আর সেই অধ্যায়ের পরতে পরতে জড়িয়ে রয়েছেন পশ্চিমবঙ্গে বর্তমান রাজনীতির একাধিক কুশীলব ৷ তাঁদেরই একজন পার্থ চট্টোপাধ্যায় ৷

বাকিদের মতো তিনিও শোকস্তব্ধ ৷ অনেকটা স্মৃতিমেদুরও ৷ সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর রাজনৈতিক কেরিয়ারের শুরুর দিকের ছবি শেয়ার করে সেই বিষয়টিই মনে করালেন পার্থ চট্টোপাধ্যায় ৷

আরও পড়ুন :Agnidev on Subrata Mukherjee : সত্যজিৎ রায় সিরিয়ালটি দেখতেন সুব্রতদার অভিনয় দেখার জন্য : অগ্নিদেব

যে ছবি তাঁর ও সুব্রত মুখোপাধ্যায়ের যৌবনে তোলা ৷ ছবির ক্যাপশনেও তা স্পষ্ট ৷ পার্থ চট্টোপাধ্যায় সেখানে লিখেছেন, ‘‘সেদিন কলেজ জীবনে সুব্রত দা'র সাথে ।’’

শুক্রবার বিধানসভা চত্বরে দাঁড়িয়েও কলেজ জীবনের নানা গল্প শোনালেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ সদস্য ৷ আশুতোষের ছাত্র পার্থ চট্টোপাধ্যায়ের ছাত্র রাজনীতিতে উত্থান যে সুব্রতবাবুর হাত ধরে, তাও জানাতে ভুললেন না তিনি ৷

আরও পড়ুন :Moonmoon Sen-Subrata Mukherjee : পায়ে মাথা ঠেকিয়ে সুব্রতকে শেষ শ্রদ্ধা মুনমুন সেনের

তিনি জানিয়েছেন, একডালিয়া পার্কে একটা রেশন দোকানের উপরে থাকতেন সুব্রত মুখোপাধ্যায় ৷ সেখানেই তাঁর সঙ্গে প্রথম দেখা হয় পার্থবাবুর ৷ প্রথমে একটু অবাকই হয়েছিলেন ৷ কোনও নেতা যে এমন অপরিসর জায়গায় থাকতে পারেন, তা বিশ্বাসই করতে পারেননি রাজ্যের শিল্পমন্ত্রী ৷

এর পর রাজনীতিতে দাদা-ভাইয়ের সম্পর্ক যেমন তৈরি হয়, তেমনই তৈরি হয় পারিবারিক সম্পর্কও ৷ একসঙ্গে দলের কাজ দু’জনে করেছেন ৷ আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় গত দশ বছর ধরে দু’জনেই গুরুত্বপূর্ণ দফতর সামলেছেন ৷ বিধানসভাতেও পাশাপাশি বসতেন ৷ সেই কথা মনে করাতে গিয়ে বাকরুদ্ধ হয়ে পড়লেন পার্থ চট্টোপাধ্যায় ৷

আরও পড়ুন :Subrata Mukherjee : ইন্দিরার সঙ্গে কথা, সুব্রতকে চ্যাংদোলা করে আনা হল জ্যোতি বসুর ঘরে

দীর্ঘদিনের এই পথচলার নানা অভিজ্ঞতার ঝুলি থেকে পার্থবাবু শোনালেন সুব্রত মুখোপাধ্যায়ের ভূতে ভয় পাওয়ার কথা ৷ রাতে আলো জ্বালিয়ে সুব্রতবাবু ঘুমোতেন বলে জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ৷

Last Updated : Nov 5, 2021, 6:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details