কলকাতা, 2 ফেব্রুয়ারি : সংস্কৃতি অনুমোদন দেয় না এরকম কোনও স্লোগানকে দল অনুমোদন দেয় না ৷ বিরোধীদলের নেতা-কর্মীদের ব্যক্তিগত আক্রমণ বা তাঁদের উদ্দেশে কুকথা বলাকে সমর্থন করে না তৃণমূল ৷ আজ তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে সাফ জানিয়ে দিলেন পার্থ চট্টোপাধ্যায় ৷ বেহালায় তৃণমূলের সভা থেকে স্লোগান ওঠে "দিলীপ ঘোষের চামড়া, গুটিয়ে দেব আমরা ৷ " যার প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের মহাসচিব বলেন, " দিলীপবাবুদের দল ধারাবাহিকভাবে যে কুকথা বলছেন, ব্যক্তিগত আক্রমণ করছেন তাকে যেমন আমরা সমর্থন করি না ৷ তেমনই আমাদের মধ্যে কেউ যদি অতি উৎসাহী হয়ে, প্ররোচিত হয়ে কোনও মন্তব্য করেন, দল সেটাকে সমর্থন করে না ৷ "
আরও পড়ুন : 12 ফেব্রুয়ারি থেকে খুলতে পারে স্কুল, জানালেন শিক্ষামন্ত্রী
দলত্যাগীদের বিঁধে আজ পার্থ চট্টোপাধ্যায় বলেন, "ঘাস পাড়িয়ে কেউ কেউ হয়তো চলে যাচ্ছেন ৷ তবে তার উত্তর ঘাসই দেবে ৷ দুই-একটা পাতা পড়ে গেলে বট গাছের কোনও ক্ষতি হয় না ৷ মমতা বন্দ্যোপাধ্যায় চলমান সমুদ্র ৷ দু'ঘটি জল কেউ তুলে নিয়ে গেলে তাতে কিছু যায় আসে না ৷ এতে তৃণমূল নেত্রীর কোনও ক্ষতি হবে না ৷ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চায় ৷ তৃণমূলকে চায় ৷ মা, মাটির সরকারের ঐতিহাসিক সর্বস্তরের উন্নয়নের কাজে মানুষ সন্তুষ্ট ৷ "
আরও পড়ুন : 'মনুবাদ মেনে তৈরি হয়েছে এবারের বাজেট', নিন্দায় সিপিআইএম রাজ্য কমিটি