কলকাতা,28 জুলাই:আবারও তদন্তকারীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ৷ এসএসকেএম হাসপাতালের পর এবার খোদ ইডি দফতরে নাকি গোয়েন্দাদের তিনি বলেছেন বাইরে বেরলে থেকে তাঁদের দেখে নেবেন ৷ অভিযোগ এর আগেও এসএসকেএম হাসপাতালে থাকাকালীন পার্থ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দাদের হুমকি দিয়ে বলেছিলেন, "এটা আমার হাসপাতাল। যেমন রিপোর্ট চাইব তেমনই রিপোর্ট পাব।" এই ঘটনাটি পরে আদালতে জানায় ইডি (Aligation against Minister Partha Chatterjee ) ৷
এসএসকেএম হাসপাতালের পর এবার খোদ সল্টলেক সিজিও কমপ্লেক্স ইডি দপ্তরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দাদের হুমকি দেন পার্থ । গোয়েন্দাদের অভিযোগ জেলা চলাকালীন পার্থ তাঁদের কার্যত হুমকি সুরের জানান,বাইরে বেরিয়ে তাদের দেখে নেবেন।