পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Partha Chatterjee : গেলেন না নাকতলার বাড়িতে, সিবিআই জেরার পর পার্থ-র গন্তব্য কোথায় ?

প্রায় সাড়ে তিন ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর রাত সাড়ে নটা নাগাদ নিজাম প্যালেস ছাড়েন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ৷

Partha Chatterjee
Partha Chatterjee

By

Published : May 18, 2022, 10:57 PM IST

কলকাতা, 18 মে :জেরা শেষে নিজাম প্যালেস থেকে বেরোতে সাড়ে নটা বেজে গিয়েছিল ৷ গ্রেফতারির আশঙ্কা এড়িয়ে সিবিআই দফতর থেকে বেরিয়ে এত রাতে সোজা বাড়ি যাবেন, এটাই ধারণা ছিল ৷ কিন্তু বাস্তবে তেমনটা ঘটল না ৷ সকলকে অবাক করে দিয়ে বেলভেডিয়ার রোড থেকে পার্থ-র কনভয় বাঁক নিল বেহালা চৌরাস্তার দিকে ৷ তখনই বোঝা গেল, রাত হয়ে গেলেও নাকতলার বাড়িতে যাচ্ছেন না তৃণমূল মহাসচিব ৷

অনেক চেষ্টা করেছিলেন ৷ কিন্তু সিবিআই-এর জেরার মুখোমুখি হওয়া এড়াতে পারেননি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চের কাছে আপিল করেও রক্ষাকবচ জোগাড় করতে পারেননি ৷ অগত্যা শিক্ষক দুর্নীতি মামলায় নিজাম প্যালেসে সন্ধ্যা 6টায় হাজিরা দেওয়ার নির্দেশ হয় তাঁকে ৷ সময়ের20 মিনিট আগেই সিবিআই দফতরে পৌঁছেছিলেন পার্থ চট্টোপাধ্যায় ৷ তারপরেই শুরু হয় ম্যারাথন জিজ্ঞাসাবাদ ৷ প্রায় সাড়ে তিন ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর সাড়ে নটা নাগাদ নিজাম প্যালেস ছাড়েন পার্থ চট্টোপাধ্যায় ৷

পার্থর-র তারপরের গন্তব্য ছিল বেহালা ম্যানটনের পার্টি অফিস ৷ নিজাম প্যালেস থেকে বেরিয়ে সরাসরি সেখানেই গেলেন তিনি ৷ সেই সময় তাঁর সঙ্গে ছিলেন আইনজীবীরাও । রাত 9টা 50 নাগাদ তিনি উপস্থিত হন ম্যানটনে তাঁর পার্টি অফিসে । এখানে আগে থেকেই উপস্থিত ছিলেন দলীয় কর্মীরা । পার্থ বাবু সেখানে পৌঁছতেই দলীয় কর্মীরা তাঁকে কর্ডন করে নিয়ে পার্টি অফিসে ঢুকে যান । সঙ্গে থাকা কয়েকজন সহকর্মী এবং আইনজীবীরাও পার্টি অফিসে পৌঁছন ।

আরও পড়ুন : Partha Chatterjee : ম্যারাথন জেরায় বক্তব্যে একাধিক অসঙ্গতি, ফের পার্থকে ডাকতে পারে সিবিআই

প্রসঙ্গত, এই মুহূর্তে কলকাতার বাইরে রয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেক্ষেত্রে জিজ্ঞাসাবাদ নিয়ে দল ও আইনজীবীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ ঠিক করতেই হয়তো এদিন দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা জেরার পরও ম্যানটনে হাজির হন পার্থ চট্টোপাধ্যায় । আজ গোটা দিন যে আইনি প্রক্রিয়া চলছে তাতে আদালত কোনওভাবেই রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রীকে রক্ষাকবচ দেয়নি । ইতিমধ্যেই তৃণমূল মহাসচিবের আইনজীবীরা ইমেল মারফত হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে দ্রুত শুনানির জন্য আবেদন করেছেন । সেক্ষেত্রে যদি আদালত সেই আবেদন প্রত্যাখ্যান করে এবং তিনি যাতে শীর্ষ আদালতের দ্বারস্থ হতে পারেন সেই জন্যেই এই বৈঠক বলে মনে করছে রাজনৈতিক মহল ।

ABOUT THE AUTHOR

...view details