পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Partha on President Election 2022: দ্রৌপদী মুর্মু রাজ্যে এলেও কেন তৃণমূলের কাছে ভোট চাইলেন না, প্রশ্ন তুললেন পার্থ - তৃণমূল কংগ্রেস

আগামী 18 জুলাই রাষ্ট্রপতি নির্বাচন (President Election 2022) ৷ এনডিএ-র প্রার্থী দ্রৌপদী মুর্মু (NDA Presidential Candidate Droupadi Murmu) ৷ বিরোধীদের তরফে প্রার্থী হয়েছেন যশবন্ত সিনহা (Opposition Presidential Candidate Yashwant Sinha) ৷ দুই প্রার্থীই প্রতিটি রাজ্যে গিয়ে ভোট চাইছেন ৷ গতকাল কলকাতায় এসে বিজেপি বিধায়ক-সাংসদের সঙ্গে দেখা করেন দ্রৌপদী ৷ কিন্তু তিনি কেন তৃণমূলের কাছে ভোট চাইলেন না, সেই প্রশ্নই তুলেছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee Raises Question on Droupadi Murmu Election Campaign in Bengal) ৷

Partha Chatterjee Raises Question on Droupadi Murmu Election Campaign in Bengal
Partha on President Election 2022: দ্রৌপদী মুর্মু রাজ্যে এলেও কেন তৃণমূলের কাছে ভোট চাইলেন না, প্রশ্ন তুললেন পার্থ

By

Published : Jul 13, 2022, 5:18 PM IST

কলকাতা, 13 জুলাই : মঙ্গলবারই রাজ্যে এসে প্রচার পর্ব সেরে ফিরে গিয়েছেন এনডিএর রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু (NDA Presidential Candidate Droupadi Murmu)। বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করলেও তিনি রাজ্যের অন্য রাজনৈতিক দলের বিধায়কদের সঙ্গে বৈঠক করেননি । বুধবার এই নিয়ে কটাক্ষ করলেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Bengal Minister Partha Chatterjee) ।

এদিন রাজ্য বিধানসভায় ভানু ভক্তের জন্মদিন উপলক্ষে উপস্থিত ছিলেন তিনি । সেখানেই তিনি বলেন, ‘‘এই প্রথম আমরা দেখলাম রাষ্ট্রপতি পদপ্রার্থী রাজ্যে এলেন, কিন্তু অন্য দলের কাছে ভোট চাইলেন না । একটি হোটেলে বিজেপি (BJP) বিধায়কদের সঙ্গে বসে মিটিং করলেন । আমাদের কাছে তো ভোট চাননি, তাহলে ভোট দেওয়ার প্রশ্ন আসছে কোত্থেকে । আর কে কাকে চিঠি দিচ্ছেন, এটাও তো রীতিনীতি না ।’’

প্রসঙ্গত, কয়েকদিন ধরেই বিজেপি নেতারা তাঁদের বক্তব্যে বারবার ক্রস ভোটিং-এর প্রসঙ্গ উসকে দিয়েছেন । এদিন তারই জবাব দিতে গিয়ে পার্থ বলেন, ‘‘ওরা আগে ওদের 77 টা ভোট চূড়ান্ত করুক ।’’

Partha on President Election 2022: দ্রৌপদী মুর্মু রাজ্যে এলেও কেন তৃণমূলের কাছে ভোট চাইলেন না, প্রশ্ন তুললেন পার্থ

বিজেপি পরিষদীয় দলের তরফ থেকে শাসকদল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) বিধায়কদের চিঠি দিয়ে দ্রৌপদী মুর্মুকে ভোটদানের জন্য আবেদন করা হয়েছে । এরই জবাবে পার্থ বলেন, ‘‘বিজেপি পরিষদীয় দল চিঠি দেওয়ার কে ? প্রার্থী যেখানে কোনও আবেদন করেননি ।’’ পার্থ চট্টোপাধ্যায়ের মতে, ‘‘ঘৃণ্য রাজনীতির জন্য বিজেপি পরিষদীয় দল চিঠি দিয়েছে আমাদের বিধায়ক-সাংসদদের ।’’

বিধানসভায় ভানুভক্তের জন্মদিন পালন

বিজেপি একজন আদিবাসীকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করে লাভ নিতে চাইছে বলে মনে করেন পার্থ চট্টোপাধ্যায় ৷ তিনি বলেন, ‘‘আদিবাসীদের জন্য আন্দোলন করে আদিবাসীদের জমি ফিরিয়ে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কী অবদান, তা দেশের মানুষ জানে । সিম্বলিক কাউকে প্রার্থী করে প্রমাণ করা যায় না যে আদিবাসীদের জন্য এরাই সব কিছু করেছে ।’’

আরও পড়ুন :Droupadi Murmu: দ্রৌপদী মুর্মু ভারতের অশুভ দর্শনের প্রতিনিধি ! কংগ্রেস নেতার মন্তব্যে বিতর্ক

ABOUT THE AUTHOR

...view details