পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

পোস্টাল ব্যালটে ধরাশায়ী : প্রাথমিক শিক্ষক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক পার্থর - TMC Bhavan

মহার্ঘ ভাতা ও ষষ্ঠ বেতন কমিশন নিয়ে দলের প্রাথমিক শিক্ষা সংগঠনের নেতাদের সঙ্গে বিশেষ বৈঠক করেন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ।

পার্থ চট্টোপাধ্যায়- ফাইল ছবি

By

Published : Jun 2, 2019, 5:49 AM IST

কলকাতা, 2 জুন : তৃণমূল ভবনে দলের প্রাথমিক শিক্ষা সংগঠনের নেতাদের সঙ্গে বিশেষ বৈঠক করলেন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । সূত্রের খবর, এই বিশেষ বৈঠকে মহার্ঘ ভাতা ও ষষ্ঠ বেতন কমিশন -সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় ।

ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদবৃদ্ধি এবং মহার্ঘ ভাতা বকেয়া থাকার কারণে পোস্টাল ব্যালটে প্রভাব পড়েছে বলে মনে করছেন সরকারি কর্মচারী সংগঠনের নেতারা । সরকারি কর্মচারীদের একটা বড় অংশ হল স্কুল শিক্ষক ও শিক্ষাকর্মী । শিক্ষক ও শিক্ষাকর্মীদের ভোট পোস্টাল ব্যালটে প্রভাব ফেলেছে- এটা বুঝতে পেরেই গতকাল দলের প্রাথমিক শিক্ষা সংগঠনের নেতাদের নিয়ে বিশেষ বৈঠক করেন পার্থ চট্টোপাধ্যায় । দীর্ঘ সময়ের এই বৈঠকে মহার্ঘ ভাতা ও ষষ্ঠ বেতন কমিশন নিয়েই আলোচনা হয় । পাশাপাশি রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলো সম্পর্কে মানুষকে আরও বেশি সচেতন করে তুলতে শিক্ষক সংগঠনের নেতাদের কাছে আবেদন জানান মহসিচব ।

সূত্রের খবর, শুধুমাত্র প্রাথমিক শিক্ষক সংগঠনই নয়, উচ্চ-প্রাথমিক, মাধ্যমিক সহ বিভিন্ন স্তরের শিক্ষক সংগঠনের সঙ্গে ধাপে ধাপে বৈঠক করবেন পার্থ চট্টোপাধ্যায় । এছাড়া আগামী কাল তৃণমূল প্রভাবিত সরকারি কর্মচারী সংগঠনের সঙ্গেও বৈঠক করবেন মহাসচিব । সদ্য সমাপ্ত লোকসভা ভোটে দেখা গেছে, 42টির মধ্যে 39টি কেন্দ্রের পোস্টাল ব্যালটে BJP-প্রার্থীরা সবথেকে বেশি ভোট পেয়েছেন । মাত্র একটি কেন্দ্রে তৃণমূল প্রার্থী বেশি ভোট পেয়েছেন ।

ABOUT THE AUTHOR

...view details