কলকাতা, 22 জুলাই : দীর্ঘক্ষণ ইডির জেরার মুখে পড়ে অসুস্থ শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Bengal Minister Partha Chatterjee) ৷ শুক্রবার সাতসকালে তাঁর নাকতলার বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টর (Enforcement Directorate) ৷ সেখানেই তাঁকে জেরা শুরু করে আর্থিক দুর্নীতির তদন্তকারী এই কেন্দ্রীয় সংস্থা ৷ প্রায় সাড়ে 8 ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তিনি অসুস্থ বোধ করেন বলে খবর পাওয়া গিয়েছে ইডি সূত্রে (Partha Chatterjee feels chest pain during ED interrogation) ৷
ইডির ওই সূত্রের দাবি, বুকে ব্যথা অনুভব করেন প্রাক্তন শিক্ষামন্ত্রী ৷ তখনই তাঁর পারিবারিক চিকিৎসককে খবর দেওয়া হয় ৷ ওই চিকিৎসক যেহেতু এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) কর্মরত, তাই তিনি সেখান থেকেই নাকতলায় পার্থর বাড়িতে যান ৷ তাঁর (পার্থ) স্বাস্থ্য় পরীক্ষা করেন ৷ জানা গিয়েছে যে চিকিৎসক পার্থর ব্লাড প্রেসার চেক করেন ৷ তাঁকে ওষুধ দেন৷ পরে ইসিজি করিয়ে নেওয়ার পরামর্শ দেন ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে সিবিআই এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) নিয়ে তদন্ত শুরু করে ৷ আদালতই পার্থ চট্টোপাধ্য়ায়কে জেরা করার জন্য সিবিআইকে (CBI) নির্দেশ দেয় ৷ কারণ, যে সময় দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই সময় শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ ৷ নিজাম প্যালেসে গিয়ে সিবিআইয়ের কাছে হাজিরাও দেন পার্থ চট্টোপাধ্যায় ৷