কলকাতা, 28 মার্চ: সোমবার রাজ্য বিধানসভার অন্দরে শাসক-বিরোধী বিধায়কদের হাতাহাতির ঘটনায় (TMC-BJP MLAs Fight in Assembly) রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দায়ী করলেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee criticises Suvendu Adhikari) ৷ এদিনের ঘটনাকে লজ্জাজনক ও বিজেপির পরিকল্পিত হামলা বলেও মন্তব্য করেছেন তিনি ৷ তাঁর অভিযোগ, বিধানসভার মহিলা নিরাপত্তা রক্ষীদের উপরও হামলা চালানো হয় ৷ বিধানসভার নথি নষ্টেরও চেষ্টা হয় ৷
এদিন পার্থ চট্টোপাধ্যায় বলেন, "বিধানসভায় মহিলা নিরাপত্তা রক্ষীদের উপর হামলা হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অঙ্গুলিহেলনে । বিধানসভার বাইরে যেভাবে রাজ্যের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে বিজেপি, একইভাবে বিধানসভার অন্দরেও বিধানসভার গরিমা নষ্ট করতে চাইছে তারা ।" ঘটনার কড়া নিন্দা করে তিনি বলেন, "এবার বাজেট অধিবেশনের শুরু থেকেই বিজেপি বিধায়করা বিরোধী দলনেতার অঙ্গুলিহেলনে বিধানসভায় অশান্তি তৈরির চেষ্টা করছিলেন । ঘটনা এমন পর্যায়ে পৌঁছেছে যে ইতিমধ্যেই বিজেপি বিধায়কদের অধ্যক্ষ সাসপেন্ড করতে বাধ্য হয়েছেন । প্রতিদিন বিধানসভায় বিক্ষোভ দেখানো ছাড়া আর কোনও কর্মসূচিতে অংশগ্রহণ করেননি তাঁরা । একদিকে তাঁরা বলেন, বিরোধীদের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হচ্ছে না, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে তাঁরা মানুষের পক্ষে কথা বলার সুযোগ পেয়েও তা কাজে লাগাচ্ছেন না । এমনকি মুখ্যমন্ত্রী বিধানসভায় বক্তব্য রাখলেও হইচই করে সভাকে ব্যাহত করার চেষ্টা করছেন ।"