পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

TMC-BJP MLAs Fight in Assembly : শুভেন্দুর অঙ্গুলিহেলনেই পরিকল্পিত হামলা, বিধানসভাকাণ্ডে অভিযোগ পার্থর - partha chatterjee criticises suvendu adhikari on the incident of assembly

পার্থ চট্টোপাধ্যায়ের অভিযোগ (Partha Chatterjee reacts on Assembly incident), এদিন বিধানসভার নথি নষ্টের চেষ্টা করেন বিজেপি বিধায়করা ৷ মহিলা নিরাপত্তা কর্মীদের উপরেও হামলা হয় ৷

fight in bengal assembly
শুভেন্দুর অঙ্গুলিহেলনেই পরিকল্পিত হামলা, বিধানসভাকাণ্ডে অভিযোগ পার্থর

By

Published : Mar 28, 2022, 4:25 PM IST

Updated : Mar 28, 2022, 6:53 PM IST

কলকাতা, 28 মার্চ: সোমবার রাজ্য বিধানসভার অন্দরে শাসক-বিরোধী বিধায়কদের হাতাহাতির ঘটনায় (TMC-BJP MLAs Fight in Assembly) রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দায়ী করলেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee criticises Suvendu Adhikari) ৷ এদিনের ঘটনাকে লজ্জাজনক ও বিজেপির পরিকল্পিত হামলা বলেও মন্তব্য করেছেন তিনি ৷ তাঁর অভিযোগ, বিধানসভার মহিলা নিরাপত্তা রক্ষীদের উপরও হামলা চালানো হয় ৷ বিধানসভার নথি নষ্টেরও চেষ্টা হয় ৷

এদিন পার্থ চট্টোপাধ্যায় বলেন, "বিধানসভায় মহিলা নিরাপত্তা রক্ষীদের উপর হামলা হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অঙ্গুলিহেলনে । বিধানসভার বাইরে যেভাবে রাজ্যের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে বিজেপি, একইভাবে বিধানসভার অন্দরেও বিধানসভার গরিমা নষ্ট করতে চাইছে তারা ।" ঘটনার কড়া নিন্দা করে তিনি বলেন, "এবার বাজেট অধিবেশনের শুরু থেকেই বিজেপি বিধায়করা বিরোধী দলনেতার অঙ্গুলিহেলনে বিধানসভায় অশান্তি তৈরির চেষ্টা করছিলেন । ঘটনা এমন পর্যায়ে পৌঁছেছে যে ইতিমধ্যেই বিজেপি বিধায়কদের অধ্যক্ষ সাসপেন্ড করতে বাধ্য হয়েছেন । প্রতিদিন বিধানসভায় বিক্ষোভ দেখানো ছাড়া আর কোনও কর্মসূচিতে অংশগ্রহণ করেননি তাঁরা । একদিকে তাঁরা বলেন, বিরোধীদের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হচ্ছে না, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে তাঁরা মানুষের পক্ষে কথা বলার সুযোগ পেয়েও তা কাজে লাগাচ্ছেন না । এমনকি মুখ্যমন্ত্রী বিধানসভায় বক্তব্য রাখলেও হইচই করে সভাকে ব্যাহত করার চেষ্টা করছেন ।"

শুভেন্দুর অঙ্গুলিহেলনেই পরিকল্পিত হামলা, বিধানসভাকাণ্ডে অভিযোগ পার্থর

আরও পড়ুন : বিধানসভায় তুলকালাম, তৃণমূল-বিজেপি বিধায়কদের হাতাহাতি

পরিষদীয় মন্ত্রীর অভিযোগ, "প্রত্যেকদিন যেভাবে সভাকক্ষের কাজ ব্যাহত করার চেষ্টা করেছেন বিরোধী বিধায়কেরা, আজ তা চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছিল । এমন ঘটনা নিন্দনীয় ৷ যেভাবে বিজেপি বিধায়কের মাইক তুলে নিয়ে, কাগজ ছিঁড়ে দিয়ে মহিলা বিধায়কদের এবং মহিলা কর্মীদের ওপর আক্রমণ চালিয়েছেন তা লজ্জাজনক । সম্পূর্ণ ঘটনাটি ঘটেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্ররোচনায় ।"

Last Updated : Mar 28, 2022, 6:53 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details