পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Primary Recruitment Scam: পার্থ ঘনিষ্ঠ 10 জনকে প্রাথমিকে বেআইনি চাকরি, অভিযোগ জমা হাইকোর্টে

শিক্ষক নিয়োগ দুর্নীতি (Primary Recruitment Scam) নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা চলছে ৷ শুক্রবার বিচারপতি এজলাসে মামলার শুনানি হয় ৷ বিচারপতি প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত কমিটির দুই সদস্যকে শনিবার সিবিআই (CBI) দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন ৷ অন্যদিকে পার্থ ঘনিষ্ঠ 10 জনকে প্রাথমিকে বেআইনি চাকরি দেওয়ার অভিযোগ জমা পড়ল আদালতে (Partha Chatterjee close associates got Primary jobs illegally) ৷

Partha Chatterjee close associates got Primary jobs illegally
Primary Recruitment Scam: পার্থ ঘনিষ্ঠ 10 জনকে প্রাথমিকে বেআইনি চাকরি, অভিযোগ জমা হাইকোর্টে

By

Published : Jul 22, 2022, 6:23 PM IST

Updated : Jul 22, 2022, 6:56 PM IST

কলকাতা, 22 জুলাই : শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (Primary Recruitment Scam) আরও অস্বস্তিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Bengal Minister Partha Chatterjee) ৷ এবার অভিযোগ উঠল যে প্রাথমিকে তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত 10 জনকে অনৈতিকভাবে চাকরি দেওয়া হয়েছে ৷ শুক্রবার প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতির শুনানি ছিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ৷ সেখানেই এই অভিযোগ করা হয় মামলাকারীর আইনজীবীর তরফে (Partha Chatterjee close associates got Primary jobs illegally) ৷

মামলাকারী রমেশ মালির তরফে আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত জানান, পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অন্তত 10 জনকে বেআইনি ভাবে নিয়োগ করা হয়েছে । তাঁদের কাছে তথ্য প্রমাণ রয়েছে তার । এই ব্যাপারে সব পক্ষকে কপি দিয়ে ওয়াকিবহাল করানোর নির্দেশ দিয়েছেন বিচারপতির । আগামী সোমবার ফের এই মামলার শুনানি হবে ।

অন্যদিকে এদিনের শুনানিতে 2014 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত কমিটির দুই সদস্যকে আগামিকাল, শনিবার সিবিআই (CBI) দফতরে হাজিরার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ ওই দুই সদস্যের নাম দেবজ্যোতি ঘোষ ও পঞ্চানন রায়৷ তাঁদের আগামিকাল বেলা 11 ও 12টায় সিবিআই দফতরে হাজিরা দিতে নির্দেশ দিয়েছে আদালত ৷

আইনজীবী ফিরদৌস শামিমের বক্তব্য

অভিযোগ, 2014 সালের প্রাথমিক টেটে (Primary TET) কিছু প্রশ্ন ভুলের ব্যাপারে পরে নম্বর দেওয়ার যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, সেই ব্যাপারে 2017 সালের 20 নভেম্বর একটি বৈঠক করা হয় । কিন্তু অদ্ভুত ভাবে সেই বৈঠকে নম্বর দেওয়ার ব্যাপারে যে প্রস্তাব গ্রহণ করা হয়েছিল, তাতে সাক্ষর ছিল না কমিটির তিন সদস্য পঞ্চানন রায়, দেবজ্যোতি ঘোষ ও সিস্টার এমিলিয়ার । কিন্তু সিস্টার এমিলিয়াকে বয়স জনিত কারণে আদালতে হাজির হতে হবে না বলে জানিয়েছিল হাইকোর্ট । তবে অন্য দুই সদস্য শুক্রবার আদালতে হাজির হলে বিচারপতি তাঁদের সামান্য কিছু জিজ্ঞাসাবাদের পর আগামিকাল সিবিআই দফতরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন ।

দেবজ্যোতি ঘোষ বেলঘরিয়ার নীলিমা প্রাইমারি স্কুলের শিক্ষক । বিচারপতির প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির নোটিশের পরিপ্রেক্ষিতে বৈঠক ডাকা হয় । প্রায় সব মিটিংয়ে তিনি উপস্থিত ছিলেন । বৈঠকে ঠিক হয়েছিল যে প্রশ্নগুলির ক্ষেত্রে দু’টি উত্তর রয়েছে, সেখানে যাঁরাই চেষ্টা করেছেন, তাঁদের প্রত্যেককেই আমরা নম্বর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম । কিন্তু তিনি ওই প্রস্তাবে সাক্ষর করেননি৷ কারণ, কোনও প্রস্তাবেই সদস্যরা সাক্ষর করেন না । শুধুমাত্র প্রেসিডেন্ট সাক্ষর করেন । শুধুমাত্র পর্ষদের রেজিস্ট্রারে তাঁর মতো সদস্যদের সাক্ষর থাকে ।’’

অন্যদিকে আর এক সদস্য পঞ্চানন রায় জানান, 20 নভেম্বর 2017-তে যে বৈঠক হয়েছিল, তাতে উপস্থিত ছিলেন তিনি । সিস্টার এমিলিয়াও ওইদিন উপস্থিত ছিলেন । তিনিও রীতি অনুযায়ী সাক্ষর করেননি মিটিংয়ের প্রস্তাবে । অন্যদিকে সিস্টার এমিলিয়া এদিন আইনজীবী মারফত আদালতে হলফনামা দিয়ে জানিয়েছেন, বৈঠকে সবাইকে নম্বর দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল । অথচ প্রাথমিক শিক্ষা পর্ষদ আদালতে জানিয়েছিল, তারা কিছু প্রার্থীকেই শুধুমাত্র অতিরিক্ত 1 নম্বর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল । এই বক্তব্য পরস্পরের বিরোধী বলে মন্তব্য বিচারপতির ।

আরও পড়ুন :Primary Teacher Recruitment: প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় হাইকোর্টে হাজিরা সৎ রঞ্জন ওরফে চন্দন মণ্ডলের

Last Updated : Jul 22, 2022, 6:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details