পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Partha Chatterjee on Rampurhat Incident : সরকারকে কালিমালিপ্ত করতে রাজনৈতিক ষড়যন্ত্র, রামপুরহাটের ঘটনায় বিধানসভায় বিবৃতি পার্থর - Partha Chatterjee claims that Rampurhat Incident is Political Conspiracy to defame Bengal Govt

উত্তপ্ত বীরভূমের রামপুরহাট ৷ সেখানকার বগটুই গ্রামে একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ৷ পুড়ে অন্তত 12 জন মারা গিয়েছেন বলে খবর ৷ তা নিয়ে বিধানসভায় পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, রাজ্য সরকারের ভাবমূর্তি খর্ব করতে এই বৃহত্তর ষড়যন্ত্রের ঘটনা ঘটানো হয়েছে (Partha Chatterjee claims that Rampurhat Incident is Political Conspiracy to defame Bengal Govt) ।

partha-chatterjee-claims-that-rampurhat-incident-is-political-conspiracy-to-defame-bengal-govt
Partha Chatterjee on Rampurhat Incident : সরকারকে কালিমালিপ্ত করতে রাজনৈতিক ষড়যন্ত্র, রামপুরহাটের ঘটনায় বিধানসভায় বিবৃতি পার্থর

By

Published : Mar 22, 2022, 4:21 PM IST

কলকাতা, 22 মার্চ : রামপুরহাটের ঘটনাকে বৃহত্তর রাজনৈতিক চক্রান্ত হিসেবে দেখছে শাসক শিবির । মঙ্গলবার রাজ্য বিধানসভায় বিবৃতি দিয়ে সে কথাই জানালেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Mamata Govt Minister Partha Chatterjee) । এদিন বিধানসভায় সরকারের তরফ থেকে বিবৃতি দেন তিনি (Partha Chatterjee claims that Rampurhat Incident is Political Conspiracy to defame Bengal Govt) ।

এই বিবৃতিতে বলা হয়েছে, রামপুরহাটের ঘটনা দুর্ভাগ্যজনক ৷ দুর্ভাগ্যজনক হলেও সেখানে কিছুজন মারা গিয়েছেন । যেকোনও মৃত্যুই দুঃখজনক । কোনও মৃত্যুতেই সমর্থন করে না রাজ্য সরকার । কী কারণে এই ঘটনা ঘটল ইতিমধ্যেই তার তদন্ত শুরু হয়েছে ৷

একই সঙ্গে এদিন বিবৃতিতে একটি বৃহত্তর ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছেন পরিষদীয় মন্ত্রী । তিনি বলেন, ’’রাজ্য সরকারের ভাবমূর্তি খর্ব করতে এই বৃহত্তর ষড়যন্ত্রের ঘটনা ঘটানো হয়েছে । এবং তার প্রেক্ষিতে এই ঘটনা ঘটেছে ।’’ অন্যদিকে তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই এই ঘটনা সম্পর্কে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) খোঁজখবর নিয়েছেন । মুখ্যমন্ত্রীর নির্দেশেই রামপুরহাট গিয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম । তাঁর পাশাপাশি সেখানে গিয়েছেন এলাকার বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ও ।

একই সঙ্গে এদিন বিধানসভায় দাঁড়িয়ে পরিষদীয় মন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, এই ঘটনায় যারা দোষী কোনও ভাবেই তাদের ছাড়া হবে না । দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে । শুধু তাই নয়, রাজ্য সরকারের তরফ থেকে তিনি জানিয়েছেন, এই ঘটনায় যাঁরা আক্রান্ত হয়েছেন বা যাঁদের ক্ষতি হয়েছে সেই সমস্ত পরিবারের পাশে থাকবে রাজ্য সরকার । দ্রুত তাদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন মন্ত্রী ।

একই সঙ্গে বিধানসভাকে তিনি এই বলে আশ্বস্ত করেছেন যে, এই ঘটনার ফলে রামপুরহাট বাস জেলাজুড়ে যে অস্থিরতার পরিবেশ তৈরি হয়েছে, তা দ্রুত কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে । একই সঙ্গে তিনি সমস্ত সাধারণ নাগরিকের কাছে আবেদন জানিয়েছেন, ‘‘আপনারাও শান্তি বজায় রাখুন ৷ কোনও প্ররোচনায় কেউ পা দেবেন না ।’’

আরও পড়ুন :Rampurhat TMC Leader Killed Update : পঞ্চায়েত উপপ্রধানের মৃত্যুর প্রতিবাদে বগটুই গ্রামে জ্বলল বাড়ি, মৃত কমপক্ষে 12

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details