কলকাতা, 26 জুলাই: ভুবনেশ্বর থেকে কলকাতায় ফিরিয়ে আনা হল রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)৷ আজ সকাল 6.32-এ কলকাতা বিমানবন্দরে অবতরণ করে তাঁর বিমান ৷ বিমানবন্দর থেকে রাজ্যের শিল্পমন্ত্রীকে (Partha Chatterjee in Kolkata) সল্টলেকে ইডি দফতর সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে ৷
স্বাস্থ্য পরীক্ষার জন্য কলকাতা হাইকোর্টের নির্দেশে সোমবার সকালে এয়ার অ্যাম্বুল্যান্সে করে পার্থকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে ভুবনেশ্বর এইমসে ৷ সেখানে শারীরিক পরীক্ষা-নীরিক্ষা হয় শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) ধৃত মন্ত্রীর ৷ তবে তাঁকে হাসপাতালে ভর্তি রাখার কোনও প্রয়োজন নেই বলে জানিয়ে দেন ভুবনেশ্বর এইমসের চিকিৎসকরা ৷ তাই সোমবারই তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা জানান ওড়িশার (Odisha) ভুবনেশ্বর এইমস (AIIMS Bhubaneswar)-এর চিকিৎসক আশুতোষ বিশ্বাস ৷
আরও পড়ুন: 3 অগস্ট পর্যন্ত ইডি হেফাজতে পার্থ-অর্পিতা