কলকাতা, 23 জুলাই: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে, রাজ্যের বর্তমান শিল্প ও বাণিজ্য মন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ৷ আজ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা তাঁকে নাকতলার বাড়ি থেকে গ্রেফতার করে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিয়ে যান ৷ মূলত, এসএসসি-র প্রাথমিক, এসএলএসটি-র নবম-দশম ও একাদশ-দ্বাদশ এবং গ্রুপ-সি ও গ্রুপ-ডি নিয়োগ মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের নাম উঠে আসে সিবিআই এর তদন্তে ৷ যেহেতু, আর্থিক লেনদেনের বিষয় ছিল, তাই আদালতের অনুমতিতে সিবিআই এই মামলায় ইডি-কে তদন্ত যুক্ত করে ৷ তার পরেই তদন্তে নেমেই ইডি আধিকারিকরা প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করল (How SSC Recruitment Scam Investigation Goes Through Let See The Timeline) ৷ কিন্তু, এই মামলার সূচনা হয়েছিল, দীর্ঘ কয়েক মাস আগে ৷ দেখে নেওয়া যাক সেই প্রক্রিয়ার এক ঝলক...
18 নভেম্বর, 2021
কলকাতা হাইকোর্টে এসএসসি-র গ্রুপ-ডি’র নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ প্রথম সিবিআই তদন্তের নির্দেশ দেন ৷ এর পর রাজ্য সরকার সেই নির্দেশের বিরুদ্ধে পাল্টা আবেদন করে ডিভিশন বেঞ্চে ৷ কিন্তু, সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশকে বহাল রাখে ডিভিশন বেঞ্চ ৷ এর পর একে একে গ্রু-সি নিয়োগ, 2014 সালের প্রাথমিকের টেট এবং 2016 সালের এসএলএসটি-র নবম-দশম ও একাদশ-দ্বাদশের নিয়োগে দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গিল বেঞ্চ ৷
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের দেওয়া একাধিক সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ জারি করেছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৷ যা নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে লিখিত অভিযোগ করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷ এই পরিস্থিতিতে এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া সিবিআই তদন্তের নির্দেশের বিরুদ্ধে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে আবেদন করে ৷ কিন্তু, একাধিক বিচারপতির ডিভিশন বেঞ্চ সেই মামলাগুলি ফিরিয়ে দেন প্রধান বিচারপতির কাছে ৷ সবশেষে সেই মামলাগুলি যায়, বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে ৷ সেই শুনানিতে এসএসসি নিয়োগে দুর্নীতি হয়েছে, এমন তথ্যপ্রমাণ পাওয়া গিয়েছে বলে উল্লেখ করে বিচারপতি তালুকদারের বেঞ্চ ৷
11 এপ্রিল, 2022
এর পর এসএলএসটি নবম-দশম এবং একাদশ-দ্বাদশের নিয়োগ দুর্নীতির মামলার শুনানি শুরু হয় বিচারপতির হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চে ৷ এই মামলায় ঠিক কী কী দুর্নীতি হয়েছে ? এবং কারা কারা জড়িত ? এই তথ্যের অনুসন্ধানে একটি বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠন করেন বিচারপতি হরিশ টন্ডন ৷ প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্ব 3 জন আইনজীবীকে নিয়ে তদন্ত শুরু হয় ৷ যে কমিটি গত 11 এপ্রিল আদালতে রিপোর্ট পেশ করে ৷ যেখানে বলা হয়, নিয়োগ দুর্নীতিতে যে সুপারিশগুলি করা হয়েছিল, তার সঙ্গে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জড়িত রয়েছেন ৷ কমিটি আদালতে একটি সুপারিশ করে ৷ যেখানে বলা হয়, তদন্তের স্বার্থে তৎকালীন শিক্ষামন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে ৷
12 এপ্রিল, 2022
ডিভিশন বেঞ্চে বাগ কমিটির রিপোর্ট জমা পড়তেই, 12 এপ্রিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে নিজাম প্যালেসে সিবিআই দফতরে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে নির্দেশ দেয় ৷ প্রয়োজনে দু’জনকে হেফাজতে নেওয়ার নির্দেশ দেন বিচারপতি ৷
কিন্তু, পার্থ চট্টোপাধ্যায় বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে সেই নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে আবেদন করেন ৷ পার্থর আবেদন মঞ্জুরও করে বিচারপতি তালুকদারের ডিভিশন বেঞ্চ ৷
18 মে, 2022