কলকাতা, 18 মে : মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) মন্ত্রিসভার দুই গুরুত্বপূর্ণ সদস্য, যাঁদের নিয়ে বুধবার টানটান উত্তেজনার পরিস্থিতি তৈরি হল ৷ কিন্তু দিনের শেষে একজন হাজির হলেন সিবিআইয়ের (CBI) সামনে ৷ দ্বিতীয়জনের হদিশ নেই সেই সকাল থেকে ৷
প্রথমজন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ৷ তিনি বাংলার বর্তমান শিল্প-বাণিজ্য মন্ত্রী ৷ অনেকদিন আগেই এসএসসি দুর্নীতি মামলায় তাঁর নাম জড়িয়েছে ৷ তাঁকে কলকাতা হাইকোর্ট দু’বার সিবিআইয়ের সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে ৷ প্রথমবার ডিভিশন বেঞ্চে গিয়ে হাজিরা এড়ালেও, বুধবার আর তা সম্ভব হয়নি ৷ ফলে এদিন সন্ধ্যায় নির্ধারিত সময়ের আগেই কলকাতার নিজাম প্যালেসে পৌঁছে যান তিনি ৷
অন্যদিকে মঙ্গলবার রাত 8টার মধ্যে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে (Paresh Adhikari) সিবিআইয়ের সামনে হাজিরা দিতে নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ কোচবিহারে থাকায় নির্ধারিত সময়ে আসতে পারেননি পরেশ অধিকারী ৷ কিন্তু রাতেই তিনি মেয়ে অঙ্কিতাকে সঙ্গে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন ৷ মনে করা হয়েছিল বুধবার কলকাতায় এসে তিনি সিবিআইয়ের দফতরে হাজির হবেন ৷ অথচ বুধবার ভোর থেকে পরেশ ও তাঁর মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না ৷ বর্ধমান স্টেশনের সিসিটিভি ক্য়ামেরার ফুটেজে তাঁদের দেখা গিয়েছে ৷ তার পর তাঁরা যেন উধাও হয়ে গিয়েছেন কর্পূরের মতো ৷
ফলে এই নিয়ে দিনভর নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে ৷ সূত্রের খবর, পরেশের বিরুদ্ধে এবার আদালত অবমাননার অভিযোগ উঠতে চলেছে ৷ বৃহস্পতিবারই এই নিয়ে মামলা দায়ের হতে পারে ৷ ফলে কোচবিহারের এই নেতার সমস্যা আরও বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷
এদিকে দিনভর সকলের নজর যেমন ছিল পরেশ অধিকারী কোথায় গেলেন, তার উত্তর পাওয়ার জন্য ৷ অন্যদিকে দুপুরের পর পার্থ চট্টোপাধ্যায়ের উপর সকলের নজর ছিল ৷ প্রশ্ন একটাই, তিনি কি শেষ পর্যন্ত হাজির হবেন কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরোর সামনে ? আর তার চিত্রনাট্যও ছিল যথেষ্ট রুদ্ধশ্বাস । কোন সিনেমাকেও হয়তো হার মানাবে । যদিও শেষ পর্যন্ত এদিন বিকেল পাঁচটায় বাড়ি থেকে বেরিয়ে নির্দিষ্ট সময়ের কুড়ি মিনিট আগেই নিজাম প্যালেসে পৌঁছে যান তৃণমূলের মহাসচিব তথা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ।