পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

" আগে মানুষ হও, কুর্সি দখলের চিন্তাভাবনা পরে", BJP-কে আক্রমণ পার্থর - তৃণমূলের মহাসচিব

কোরোনা সংক্রমণ ও আমফানের ঘটনায় মানুষের পাশে নেই BJP । আজ এভাবে BJP-র সমালোচনা করেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । BJP-কে উপদেশের সুরে পার্থ বলেন,"আগে মানুষ হও । তারপরে নেতা হবে, কুর্সি দখল নিয়ে ভাবা যাবে।"

partha chatterjee
পার্থ চট্টোপাধ্যায়

By

Published : Jun 11, 2020, 8:52 PM IST

Updated : Jun 11, 2020, 10:54 PM IST

কলকাতা, 11 জুন : আগে মানুষ হও । তারপর নেতা হবে। BJP-র উদ্দেশ্যে আজ এই 'উপদেশ' পার্থ চট্টোপাধ্যায়ের । ভার্চুয়াল সভায় অমিত শাহ নানা ভাবে কটাক্ষ করেছেন তৃণমূলকে । আজ সেই সমালোচনার জবাব দিতে গিয়ে BJP-কে মানুষ হওয়ার 'উপদেশ' দিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। BJP মানুষের বিপদে পাশে নেই, এ কথা উল্লেখ করে তৃণমূলের মহাসচিব উপদেশের সুরে বলেন, "কথা নয়, কাজে দেখাও। কুর্শি দখল নয়, মানুষের পাশে দাঁড়াও। আগে মানুষ হও । তারপরে নেতা হবে, কুর্সি দখল নিয়ে ভাবা যাবে।"


আজ তপসিয়ার তৃণমূল কংগ্রেস ভবনে দলের দুই নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় ও সমীর চক্রবর্তীকে পাশে বসিয়ে BJP-র কড়া সমালোচনা করেন পার্থ চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা BJP-র সর্বভারতীয় নেতা অমিত শাহ ভার্চুয়াল সভা করে তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন । এমনকী তৃণমূল শাসনের চেয়ে বাম আমল ভালো ছিল বলেও শাহ মন্তব্য করেন। পাশাপাশি, রাজ্য BJP নেতারাও রাজ্যের শাসকদলের বিরুদ্ধে কোরোনা ও আমফান সহ একাধিক বিষয়ে টানা সমালোচনা করে চলেছেন। আজ BJP-কে সেই সমালোচনার জবাব দিলেন পার্থ চট্টোপাধ্যায়।

তিনি বলেন, "BJP-কে পরিসংখ্যান দিয়ে বলছি । চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছি বাংলার BJP-কে। কথা নয়, কাজে দেখাও। কুর্সি দখল করার লক্ষ্য নয়, মানুষের পাশে দাঁড়াও। মানুষ আজ কাঁদছে। মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও। আগে মানুষ হও তারপরে রাজনৈতিক নেতা হবে। কুর্সি দখলের চিন্তাভাবনা পরে করা যাবে।"

পার্থ চট্টোপাধ্যায়


বর্তমান সময়ে BJP যে মানুষের পাশে নেই সেই ব্যাখ্যাও দিলেন তৃণমূলের মহাসচিব। এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, "আমি অবাক হয়ে যাচ্ছি। যখন কোরোনা সংক্রামক প্রতিরোধ এবং আমফান ঘূর্ণিঝড় থেকে পুনর্গঠনের জন্য মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তখন এরা উলটোটা করছে। ভাবছে কীভাবে ভোট যুদ্ধ জয় করা যায়। আগে মানুষের মন জয় করো। তারপর ভোটযুদ্ধের কথা ভেবো। মানুষকে বিপদে ফেলছে। প্রতিনিয়ত মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে রয়েছেন। এই নিয়ে তির্যক মন্তব্য করছে। এটা বন্ধ হোক।"


Last Updated : Jun 11, 2020, 10:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details